খেলা
আনচেলোত্তির মতে প্রথমার্ধে রিয়াল ফুটবলই খেলেনি
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১২:২১ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে ম্যাচের আগে বলেছিলেন, তারা প্রতিশোধের আগুনে জ্বলছে। কেনোনা গত অক্টোবরে ঘরের মাঠেই লা লিগার ম্যাচে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। তবে জবাবটা মাঠে দিতে পারেননি অল হোয়াইটরা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ম্যাচের প্রথম ভাগেই ৪ গোল হজম করে রিয়াল মাদ্রিদ। গোলের শুরুটা নিজেরা করলেও শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানে ম্যাচ হারে লস ব্লাঙ্কোসরা। ম্যাচশেষে কোচ কার্লো আনচেলোত্তি মানতেই নারাজ যে তার দল প্রথমার্ধে ফুটবল খেলেছে।
ছেলেদের এমন বাজে পারফর্মেন্সে হতাশ আনচেলোত্তি বলেন, ‘এটি বাজে একটি রাত। আমাদের সমর্থকদের মতো আমরাও হতাশ। এটিকে আড়াল করা উচিত হবেনা, কারণ এটিই ফুটবল। আমরা কখনো জিতবো। আবার কখনো হার থেকে শিখবো। আমাদের সামনের দিকে তাকাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা রক্ষণভাগে খুব বাজে খেলেছি। এটিই আমাদের খেলার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। খুব সহজেই তারা গোল পেয়েছে। প্রবল চাপে থেকে আমরা ঠিকভাবে রক্ষণভাগ সামলাতে পারিনি। বিরতির সময় বলেছিলাম যে আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ আমরা প্রথমার্ধে ফুটবলই খেলিনি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। আমি তাদের (শিষ্য) বলেছি, তারা হারাতে পারে তবে প্রথমার্ধে যে ফুটবলটা আমরা খেলেছি, সেভাবে খেলে নয়।’