ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

১০ জন নিয়েও আর্সেনালকে হারিয়ে দিলো ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ১১:১৬ পূর্বাহ্ন

mzamin

এফএ কাপের তৃতীয় রাউন্ডে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে ড্র হলে টাইব্রেকারে জয় পায় ইংলিশ জায়ান্টরা। ম্যাচের প্রায় ত্রিশ মিনিট বাকি থাকতেই দশ জনের দলে পরিণত হয় রেড ডেভিলরা। ত্রানকর্তা রূপে হাজির হন গোলকিপার আলতায় বাইনদির। পেনাল্টি শুট আউটে তো বটেই, নির্ধারিত সময়েও আর্সেনালের একটি পেনাল্টি রুখে দেন তুর্কিশ কিপার। ৫-৩ ব্যবধানে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে আমোরিম শিষ্যরা।
ঘরের মাঠে ৭১ শতাংশ বল পায়ে রাখে আর্সেনাল। সফরকারীরা বল পায় মাত্র ২৯ শতাংশ। এদিন ইউনাইটেডের গোল অভিমুখে ২৬টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইউনাইটেড ৭টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে। এদিন ২৫বার ফাউল করে আমোরিম শিষ্যরা। যার কারণে চারটি হলুদসহ একটি লাল কার্ডও দেখে খেলোয়াড়েরা। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে ইউনাইটেডের জালে বল জড়ায় গ্যাব্রিয়েল মার্টিনেলি। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেটি। 

৩৮তম মিনিটে প্রথম ধাক্কা খায় গানাররা। প্রতিপক্ষ দলের ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজকে ট্যাকেল করতে গিয়ে নিজেই ব্যাথা পান গ্র্যাব্রিয়েল জেসুস। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। গোলশূন্য বিরতিতে যায় দু’দল। ম্যাচের ৫২তম মিনিটে আলেজান্ডার গার্নাচোর ক্রস থেকে জোরালো শটে ইউনাইটেডকে এগিয়ে নেন ব্রুনো। এই গোলের আগে ও পরে ১০ মিনিটের ব্যবধানে দুইটি হলুদ কার্ড দেখেন দিয়োগো ডালোট। ৬১তম মিনিটে মিকেল মারিনোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন পর্তুগিজ এই ডিফেন্ডার।

এক মিনিট পরই বক্সের ভেতর থেকে বাঁ পায়ের চমৎকার ফিনিশিংয়ে স্বাগতিকদের সমতায় ফেরান গ্যাব্রিয়েল। ম্যাচের ৬৯তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল। তবে মার্টিন ওডেগার্ডের নেয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন বাইনদির। বাকি সময়েও আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। তবে গোলের দেখা না পেলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। টাইব্রেকারে পাঁচ বারই গোল করে ইউনাইটেড খেলোয়াড়েরা। তবে কাই হাভার্টজের নেয়া দ্বিতীয় শটটি আগের মতনই বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন বাইনদির। জশুয়া জিরকজি শেষ পেনাল্টি থেকে গোল করলে জয়ের উল্লাসে মাতে রেড ডেভিলরা। আর্সেনালের পঞ্চম শট নেয়ার দরকার হয় না। এই জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে আমোরিমের শিষ্যরা।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status