ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাবান ১৪৪৬ হিঃ

রাজনীতি

নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: নজরুল

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ৮:৩৭ অপরাহ্ন

mzamin

জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, আমরা জানি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া, সেই নির্বাচনের প্রতিষ্ঠান এবং সেই নির্বাচনের আইন-কানুনও ধ্বংস করা হয়েছিল। এখানে সংস্কার প্রয়োজন। এজন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে উচিত বলে আমরা মনে করি। আমরা মনে করি, সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি অবৈধ ও স্বৈরাচারি ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণ মুক্তির নিঃশ^াস ফেলতে পারবে। আর তাদের গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতেই এদেশের রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছিলাম। আমরা আশা করছি, জনগণের দুর্ভোগ যত যাতে কমে তার চেষ্টা করবেন। যতদ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দিতে পারেন, তার ক্ষেত্র প্রস্তুত করবেন।
সীমান্তে যেকোন গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার বলেও এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন নজরুল ইসলাম। 
এসময় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার শেষে করে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। আমরা আশা করব, নির্বাচনের রোডম্যাপ অতিদ্রুত ঘোষণা করবেন। আর সংস্কার একটা নির্বাচিত সরকার এসে করবে। একটা নির্বাচনের দাবিতে আমরা আগামীদিনে যার যার জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবো।  
মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, মাহবুবুর রহমান খালেদ, মো. আলাউদ্দীন আলী, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, খুলনা মহানগর লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status