খেলা
‘নতুনত্ব’ রেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা নিউজিল্যান্ডের
স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, সোমবার
স্বভাবতই কোনো দলের নির্বাচকরা দল ঘোষণা করে থাকেন। বড়জোর বিজ্ঞপ্তি দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। ভারতে আয়োজিত সর্বশেষ বিশ্বকাপে ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের দিয়ে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এবার ফাঁকা গ্যালারিতে বসে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করলেন অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে কিউইদের নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
ফাঁকা গ্যালারিতে ক্যামেরার ফ্রেমে এসে বসলেন স্যান্টনার। শুরুটা করলেন এভাবে, ‘আমি মিচেল স্যান্টনার, এবং পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য এটি আমাদের দল... ।’ একে একে পুরো দলের নাম ঘোষণা করলেন অধিনায়ক। সবার নামের সঙ্গে যোগ করলেন কোনো বিশেষণ অথবা ছোট কোনো পরিচয়। যেমন স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে যোগ করলেন ‘দ্য বিস্ট।’ আবার লকি ফার্গুসনের নাম নিয়ে বললেন, ‘গাই হু ইজ গট আ রকেট ইন হিম.. দ্য থান্ডারবোল্ট।’ মার্ক চাপম্যানের নাম জানিয়ে বলেন, ‘পাকিস্তান সফরে যেতে কখনোই যার আপত্তি নেই।’ কেননা পাকিস্তানের মাটিতে ১০ টি-টোয়েন্টি খেলে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই কিউই ব্যাটার। করেছেন তিনটি ফিফটিও। প্রায় ১৬৪ স্ট্রাইক রেটে যার ব্যাটিং গড় ১০৪। যথারীতি দলে রয়েছেন কেইন উইলিয়ামসন ও টম লাথাম। উইলিয়ামসনের নাম নেবার আগে স্যান্টনার মজা করে যোগ করেন, ‘নতুন এক খেলোয়াড়, যিনি কিনা বেশ কিছুদিন ধরেই দলে আছেন।’ পাকিস্তানে আগামী মাসে হতে যাওয়া এই টুর্নামেন্টে দলে রাখা হয়েছে দুই বিশেষজ্ঞ পেসার বেন সিয়ার্স ও উইল ও’রোককে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও খেলা হয়নি সিয়ার্সের। তার নাম ডেকে স্যান্টনার বিশেষায়িত করলেন ‘রকেট ম্যান’ নামে। গত এপ্রিলে পাকিস্তান সফরের পর চোটের কারণে কোনো ক্রিকেটই খেলতে পারেননি ডানহাতি এই পেসার। দলে থাকছেন অলরাউন্ডার নাথান স্মিথও।
চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’ তে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের আগে একই দল নিয়ে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ড। সেখানে আরেক দল সাউথ আফ্রিকা। যদিও সাউথ আফ্রিকা (এসএ) ও আইএল টি-টোয়েন্টির জন্য কয়েকজন ক্রিকেটার নাও খেলতে পারেন সেই সিরিজে। ঘোষণা বার্তার শেষে ছোট করে স্যান্টনার যোগ করলেন, ‘আমিও থাকব সেখানে।’ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড এই দল নিয়ে বলেন, ‘আমাদের কাছে দারুণ কয়েকজন ক্রিকেটার রয়েছে, যা দল নির্বাচনের আলোচনাকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তবে শেষ পর্যন্ত আমরা সেই স্কোয়াডই বেছে নিয়েছি যাদের পাকিস্তান ও আরব আমিরাতে ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি।’
নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।