বাংলারজমিন
৩১ দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন: ডা. মাজহার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১২ জানুয়ারি ২০২৫, রবিবারবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে দেশের অবহেলিত শিক্ষক সমাজের প্রাপ্য সম্মান এবং শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিনা ভোটের পতিত ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে সীমাহীন দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা এবং অমানবিক জুলুম নির্যাতনের মাধ্যমে দেশে ভয়ঙ্কর বাকশালী অপশাসন কায়েম করেছিল।
গাজীপুর মহানগরের চান্দনায় অবস্থিত সিটি কলেজের সম্মেলন কক্ষে ১৫টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম এসব কথা বলেন। তারা গণতন্ত্র, বাকস্বাধীনতা, অর্থনীতি, রাজনীতি, বিচারব্যবস্থা ও শিক্ষাব্যবস্থাসহ সকল রাষ্টীয় প্রতিষ্ঠান এমনকি দেশের সার্বভৌমত্বকেও ধ্বংস করেছিল।
গাজীপুর সিটি কলেজের সভাপতি অধ্যাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব, অধ্যক্ষ মো. নাসির উদ্দীন, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক আনোয়ার সাদাত, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. মাফিকুর রহমান প্রমুখ।