বাংলারজমিন
অন্তর্বর্তী সরকার না শুনছে আমাদের কথা না বুঝছে জনগণের আকাঙ্ক্ষা : সাইফুল হক
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় গণতন্ত্র মঞ্চের নেতা কমরেড সাইফুল হক বলেছেন, বর্তমান ইউনূস সরকার না শুনছে আমাদের কথা, না শুনছে বিপ্লবী জনতার কথা। গতকাল সন্ধ্যায় বাজিতপুরে ওয়ার্কার্স পাটির প্রয়াত কেন্দ্রীয় নেতা কমরেড মুখলেছুর রহমানের স্মরণ সভায় বাঁশমহালে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও বিপ্লবের কারণে আপনারা সরকার গঠন করেছেন। বিএনপিসহ আমরা সমস্ত শরীক দলগুলো সমর্থন দিয়েছি। কিন্তু দেশের মানুষের কথা আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন। ছোট ছোট ইস্যুগুলোকে বড় করে দেখে দেশের বৃহৎ সংস্কার ইস্যুতে তেমন কিছু করছেন না। দেশের মানুষের ওপর আজ চাপিয়ে দিচ্ছেন করের বোঝা।
কমরেড সাইফুল হক বলেন, আমরা যতবার সরকারের সঙ্গে বৈঠক করেছি ততবারই বলেছি মৌলিক সংস্কারগুলো করে ২০২৫’র মধ্যে নির্বাচন দিতে হবে। যদি যেকোনো অজুহাতে ক্ষমতা দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশবাসী তা হতে দেবে না। মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কমরেড নুরুল ইসলাম শাহজাহান, কমরেড আকবর খান, কমরেড আবুল কালাম আজাদ, এডভোকেট ফাইজুর রহমান মনি, নুরুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল হোসেন, পৌর আহ্বায়ক সাবেক মেয়র এহেসান কুপিয়া, ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদলসহ সাংবাদিক হোসেন মাহবুব কামাল প্রমুখ।