খেলা
সাকিবের নিষেধাজ্ঞা বহাল
স্পোর্টস রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন
বহাল রইলো সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা। গত মাসে ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স গবেষণাগারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। কিন্তু দ্বিতীয় দফায়ও অকৃতকার্য হন এ বাঁহাতি স্পিনার। এতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাকিবকে দেয়া নিষেধাজ্ঞা বহাল রইলো। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মুহূর্তে সাকিবের এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবি কোনো মন্তব্য করবে না ।
এর আগে প্রথম দফায় যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব আল হাসান। পরীক্ষায় ফেল করার পর তার বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করে ইসিবি।
বোলিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবারো পরীক্ষা দিতে হবে সাকিবকে। তবে আইসিসি’র নিয়ম অনুযায়ী আগামী এক বছরে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব।