বাংলারজমিন
মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই নারী শ্রমিকের মৃত্যু
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, রবিবারহবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামকস্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী শ্রমিক ও অটোরিকশা চালক। শনিবার সকাল সাড়ে ৮টায় হরিতলায় বাদশা কোম্পানির সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার কন্যা উর্মি আক্তার (১৮), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর কন্যা দিলারা বেগম (৩২)। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে তিন নারী শ্রমিক একটি অটোরিকশায় শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার কারণে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই নারী। লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।