খেলা
তামিমের আচরণকে ‘লজ্জাজনক’ বললেন হেলস, পাল্টা জবাব তামিমের
স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, শনিবারঅ্যালেক্স হেলসের সঙ্গে ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি দেয়া হলো তামিম ইকবালকে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে দেশসেরা এই ওপেনারকে। এ ঘটনায় দুই আম্পায়ার আলী আরমান ও আসিফ ইয়াকুব অভিযোগ জানান ম্যাচ রেফারি নিয়ামুল রশিদের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তামিমের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে তামিম দোষ স্বীকার করে নেয়ায় প্রয়োজন পড়েনি কোনো আনুষ্ঠানির শুনানির। একইসঙ্গে সতর্ক করা হয়েছে বরিশালের এই ব্যাটারকে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকায় প্রথম দেখায় হারে ফরচুন বরিশাল। বৃহস্পতিবার সিলেটে এক পর্যায়ে মনে হচ্ছিল প্রতিশোধটা নিয়েই ফেলবে তামিম ইকবালের দল। তবে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান শেষ ওভারে নেয়া ৩০ রান নিয়ে জেতান দলকে। রংপুর রাইডার্সের অবিশ্বাস্য এই জয়ের পর ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। প্রতিপক্ষ দলের ব্যাটার অ্যালেক্স হেলসের ওপর চড়াও হন তামিম। তামিমের এমন আচরণকে লজ্জাজনক দাবি করছেন হেলস।
জানা যায়, ম্যাচের পর দু’ দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময় এই ঘটনার সূত্রপাত। যদিও টিভি ক্যামেরায় ঘটনার আগের কিছু দেখা যায়নি। তামিম হাত মেলাতে গেলে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। আর তাতেই রেগে যান তামিম। হেলসকে উদ্দেশ্য করে বলেন, ‘এমন করছো কেন? কিছু বলতে হলে মুখে বলো। বি আ ম্যান।’ এর জবাবে হেলসও কিছু একটা বলেন। এরপরই তামিম তেড়ে যেতে চান ইংলিশ এই ক্রিকেটারের দিকে। সমঝোতায় এগিয়ে আসেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। এক পর্যায়ে অধিনায়ক সোহানকেও তামিমকে বুঝাতে দেখা যায়। এ প্রসঙ্গে হেলস বলেন, ‘এটা খুবই লজ্জাজনক। সে কেনো এটাকে ব্যক্তিগতভাবে নিলো আমি জানি না। সে এমন কিছু বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। এটি সত্যিই লজ্জার। তাকে কিছু বলার নেই। এসব নিয়ে না ভেবে সামনে এগিয়ে যেতে চাই।’ বিপিএলে ছয় ম্যাচের জন্য এসেছিলেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। এরপর যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। রংপুরের হয়ে ৬ ম্যাচে তিনি করেছেন ২১৮ রান। রয়েছে ১১৩ রানের একটি অপরাজিত ইনিংসও। দলও জিতেছে টানা ছয় ম্যাচ। শেষদিনের তিক্ত অভিজ্ঞতা বাদ দিলে বাংলাদেশ সফরটা বেশ ভালোই কেটেছে হেলসের। এ ব্যাপারে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘অবশ্যই এটা ভালো লাগার। আমি ব্যাটে রান পাচ্ছি, দলও ভালো করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টানা ৬ ম্যাচ জেতা সত্যিই অসাধারণ। দশটা দিন দারুণ কাটিয়েছি। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্যবারের তুলনায় এবার অনেক পেসার দেখছি। ব্যাটার হিসেবে বেশ চ্যালেঞ্জিং ছিল।’ মাঠের দর্শকদের প্রশংসা করে হেলস বলেন, ‘অসাধারণ। এখানকার দর্শকরা বিশ্বের অন্যতম সেরা। আমাদের সমর্থনে তারা সবসময় গলা ফাটায়। আমরা ক্রিকেটার হিসেবে এসব কিছু লক্ষ্য করি। ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি।’
ওই ঘটনায় মুখ খুলেছেন তামিম ইকবালও। একটি ইউটিউব চ্যানেলের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাঠে অনেক কিছুই হয়। আমি এসব মাঠেই রাখতে চাই। তবে দেখলাম তাদের টিম, সে (হেলস) একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে। আমার মনে হয়েছে আমার বিষয়টাও মানুষের জানানো উচিত।’ মূল ঘটনা প্রসঙ্গে তামিম বলেন, ‘সে শেষ ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের ১৭ বছর বয়সী খেলোয়াড় ইকবাল হোসেন ইমনকে অ্যাবিউজ করেছে। এটা টিভিতে দেখা গিয়েছে। আজও তাকে ব্যঙ্গ করেছে। রংপুর অসাধারণ একটি ম্যাচ জিতেছে। আমরাও এটা করতাম। সবাই সোহানের দিকে দৌড় দিয়েছে। কিন্তু হেলস আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছিল।’