ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

লালপুরে বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ

লালপুর (নাটোর) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবার

নাটোরের লালপুরে শুরু হয়েছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল ৯টায় উপজেলায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তীব্র ঠাণ্ডায় উপজেলার  রাস্তাঘাট অনেকটা  মানুষ ও যানবাহনশূন্য হয়ে পড়ে। উপজেলার ২টি  রেলস্টেশনসহ মার্কেটের চত্বরে ভবঘুরে ও ছিন্নমূল মানুষ সীমাহীন কষ্টের মধ্যে পড়েছে। শুক্রবার সকালেও এই তাপমাত্রা অব্যাহত থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। সেইসঙ্গে বাজার ও রাস্তাঘাটে মানুষ  চলাচল স্বাভাবিক হয়। আবহাওয়া অফিসের ভাষ্য মতে, কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে ওই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, মৌসুমি বায়ুর প্রভাবে চলমান আবহাওয়া অব্যাহত থাকতে পারে অথবা কম বেশি হতে পারে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status