বাংলারজমিন
দোহার-নবাবগঞ্জকে আলাদা আসন করার দাবি
স্টাফ রিপোর্টার, দোহার থেকে
১১ জানুয়ারি ২০২৫, শনিবারঢাকা-১ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবি ও জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করেছে সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি। বর্তমানে দোহার ও নবাবগঞ্জ দু’টি উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসন। এ আসনকে ভাগ করে শুধুমাত্র দোহার উপজেলাকে নিয়ে ঢাকা-১ আসন ও নবাবগঞ্জ উপজেলাকে ঢাকা-২ আসন ঘোষণার দাবিতে এ কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা। গতকাল দোহার উপজেলার জয়পাড়া বাজারে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আসন পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক সাংবাদিক মো. হুমায়ন কবির ও সদস্য সচিব মো. রাসেল বলেন, ২০০৮ সালের পূর্বে দুই উপজেলা নিয়ে দু’টি আসন ছিল। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে তৎকালীন নির্বাচন কমিশন ২০০৮ সালে ১৫৪টি সংসদীয় আসন কাটাছেঁড়া করেন। তখন অযৌক্তিকভাবে ২ উপজেলাকে একত্রিত করে একটি আসন করে ঢাকা-১ আসন ঘোষণা করা হয়। যা এই দুই উপজেলাবাসীর দীর্ঘমেয়াদি উন্নয়ন কার্যক্রমে বড় বাধার সৃষ্টি করেছে। তাই দোহার-নবাবগঞ্জ আসনকে আলাদা করে দু’টি আসন করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।