বাংলারজমিন
লালমোহনে বিদ্যালয়ের মাঠ থেকে শটগান উদ্ধার
লালমোহন (ভোলা) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারভোলার লালমোহন উপজেলায় বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লালমোহন থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার। তিনি জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাতে কালমা ইউনিয়নের মধ্যকালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে। সম্প্রতি পুলিশের কিছু অস্ত্র লুট হয়েছে। শটগানটি লুট হওয়া সেসব অস্ত্রের মধ্যে একটি কিনা তা জানতেও পুলিশের বিভিন্ন ইউনিটে বার্তা পাঠানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।