ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

লক্ষাধিক পণ্যে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ‘সারা’ লাইফস্টাইল

(২ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:৩২ অপরাহ্ন

mzamin

এক লাখেরও বেশি পণ্যে ৭০% পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড 'সারা'। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইল এর এই আয়োজনে থাকছে নির্দিস্ট পণ্যের উপর ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্য ছাড়।

বরাবরের মতো প্রতিষ্ঠানটির রাজধানীতে ৮টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ৭টিসহ সারাদেশে মোট ১৫টি আউটলেট সহ সারা’র ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও থাকছে বিশাল এ অফারে বৈচিত্র্যতা। এই অফার চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এছাড়া এই অফার চলাকালীন ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না।  

সারা'র এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, এক্সেসরিস ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পন্য। ২৫% থেকে ৭০% পর্যন্ত মূল্য ছাড়ের এই পোশাকের আয়োজন থাকছে ছোট বড় সকল বয়সী মানুষের জন্য।  

পুরুষদের পোষাকের মধ্যে একটিভ ওয়্যার, ব্লেজার, বটম, ক্যাজুয়াল শার্ট, কটি, ডেনিম শার্ট, ফতুয়া, ফরমাল শার্ট, জ্যাকেট, পাঞ্জাবি, পলো ও টি শার্টে মিলছে অফারটি।

উইমেন্স ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্য ছাড়টি মিলছে টুপিস, থ্রিপিস, বটম, ক্যাপ, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, জ্যাকেট, মডেস্ট, নাইট ওয়্যার,শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্ট সহ আরও কিছু পণ্যে।

বয়েজ ক্যাটাগরিতে থাকছে টু পিস, বটম, ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জ্যাকেট, জাম্পসুট, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। আর গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বটম, ফ্রক, জ্যাকেট, জাম্পসুট, ওড়না, সিঙ্গেলপিস ও টিশার্টে পাওয়া যাচ্ছে এ সুযোগটি। অন্যদিকে লেদার ও এক্সেসরিসে লেডিস পার্টস, মানিব্যাগ ও ব্যাগেও থাকছে চোখ ধাঁধানো এ ডিসকাউন্ট। এছাড়া বাকি ইউনিসেক্স ক্যাটাগরির ডেনিম সাল ও মাস্কেও দেয়া হচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড়টি।

উল্লেখ্য, দেশের অন্যতম পরিবেশ বান্ধব পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান 'স্নোটেক্স' গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে পথ চলা শুরু করে সারা লাইফ স্টাইল লিমিটেড। ইতোমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতাদের  কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে 'সারা'।
ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় ‘সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে ‘সারা’র আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারা’র ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে ‘সারা’র প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই। রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র‍্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারা’র অষ্টম আউটলেট। ‘সারা’র নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে ‘সারা’র দশম আউটলেট। বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে ‘সারা’র একাদশতম আউটলেট। সিলেটে (হাউজ- ৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট- ৩১০০) চালু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেট। ফেনীতে (‘ওহাব টাওয়ার’, হোল্ডিং নং- ৩১০, শহীদ শহীদুল্লাহ  কায়সার সড়ক, ওয়ার্ড নং ১৬, ফেনী শহর) কার্যক্রম শুরু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেটের। বরিশাল শহরে (বিবির পুকুর পাড়, ফকির কমপ্লেক্স, ১১২ সদর রোড, বরিশাল-৮২০০) রয়েছে ‘সারা’র আরও একটি আউটলেট। সম্প্রতি নারায়নগঞ্জে (টি এস এন প্লাজা‌ ১৪৫/০৪, বঙ্গবন্ধু রোড,-নারায়ণগঞ্জ-১৪০০) চালু হয়েছে সারা'র আরও একটি নতুন আউটলেট। এছাড়াও খুব শীঘ্রই খুলনা শহরের শিববাড়ী মোড়ে ‘সারা’র আরও একটি নতুন আউটলেট চালু হতে যাচ্ছে।  

আউটলেটের পাশাপাশি সারা’র নিজস্ব ওয়েবসাইট (www.saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডার করা পণ্য ডেলিভারি পাবেন।

 

 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status