ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

তালেবান সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তরের বৈঠক

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪২ অপরাহ্ন

mzamin

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ভারত। বৈঠকটি বুধবার দুবাই শহরে অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। দিল্লির নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। পক্ষান্তরে তালেবান সরকারের প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে যোগ দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি। কাবুল ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে উভয় পক্ষ। এক্ষেত্রে কর্মকর্তারা বলছেন দুই দেশের সম্পর্ক আরও জোরালো করতে দুবাইতে অনুষ্ঠিত বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ। যদিও ২০২১ সালের পর থেকে আফগানিস্তানে সহায়তা সীমিত করেছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 
এতে বলা হয়, দুই দেশের কর্মকর্তারা মানবিক সহায়তা, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক বন্ধনসহ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বেশ জোর দিয়েছে। এছাড়াও জাতীয় স্বার্থে যৌথ প্রকল্পের ওপর বেশ জোর দিয়েছে তারা। এক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

ভারত-আফগানিস্তানের স্থল সীমান্তের বিষয়ে আলোকপাত করেছেন বিক্রম মিসরি। দ্বিপক্ষীয় ওই বৈঠকে কাবুলের স্বাস্থ্যসেবার মান বাড়াতে আরও মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সংশ্লিষ্ট খাতে ওষুধ সরবরাহ এবং শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টিও তুলে ধরেছে দিল্লি। আফগান নাগরিক এবং তাদের সরকারের সঙ্গে সম্পৃক্ততায় সমর্থন অব্যাহত রাখায় ভারত সরকারের প্রশংসা করেছেন কাবুলের মন্ত্রী। 

আফগান জনগণের জরুরি উন্নয়নমূলক চাহিদা পূরণে সাড়া দেয়ার জন্য নয়াদিল্লি কাবুলকে তার প্রস্তুতির কথা জানিয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চাহিদার আলোকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, দ্রুতই উন্নয়ন প্রকল্পে জড়িত হবার কথা বিবেচনা করবে ভারত। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রতি কাবুলের সংবেদনশীলতার কথা তুলে ধরেন এবং এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে আফগানিস্তানের জন্য মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রমকে তরান্বিত করতে চাবাহার বন্দরের ব্যবহারকে উৎসাহিত করার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ।
 

পাঠকের মতামত

ভারত আফগানদের পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কৌশল হিসেবে আফগানিস্তানের সাথে সম্পর্ক গড়ছে!এক মুসলিম আরেক মুসলিমের রক্ত ঝরানো এটাই চায় ভারত ।

Humayun Kabir
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:২১ পূর্বাহ্ন

ভারত পাকিস্তানের চিরশত্রু। এটা সবসময় ভারত প্রমাণ করে দিচ্ছে। পাকিস্তানকে দুর্বল করতে যা যা করার দরকার ভারত তাই তাই করছে। একসময় পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে পাকিস্তানকে ‍দুর্বল করতে চেয়েছিলো। কিন্তু তাদের হিসেব ভুল প্রমাণ করে দিয়েছে ভারত। এখন আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। এরপরও ভারত কোনোদিন সফল হবে না।

শওকত আলী
৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২:০১ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status