ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

সমাজসেবী ও আধ্যাত্মিক নেতা আগা খানের মৃত্যু

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন

mzamin

ধনকুবের সমাজসেবী এবং আধ্যাত্মিক নেতা হিসেবে বহুল পরিচিত আগা খান মারা গেছেন। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিজ প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশীয় এই ইমামের পুরো নাম প্রিন্স করিম আগা খান। এই সম্প্রদায় দাবি করে, বংশীয় ধারার সিলসিলা অনুযায়ী আগা খান নবী মুহাম্মদ (স.) এর বংশধর। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তার দাতব্য প্রতিষ্ঠান জানিয়েছে, পুর্তুগালের লিসবনে মার গেছেন তিনি। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করলেও তার বৃটিশ নাগরিকত্ব ছিল। বসবাস করতেন ফ্রান্সে। এই দানবীরের মৃত্যুতে গভীর শোক জানিয়ছেন বৃটেনের রাজা চার্লস। তার সঙ্গে আগা খানের দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ব্যক্তিগতভাবে আগা খানের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন চার্লস। 

নিজের দাতব্য সংস্থানের মাধ্যমে শতাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছিলেন আগা খান। যার মাধ্যমে তিনি বিশ্ববাসীর জন্য বিশাল ইতিবাচক ভূমিকা রেখেছেন। আগা খান ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তার দাদার উত্তরসূরি হিসেবে ইসমাইলি মুসলিমদের ইমামের দায়িত্ব গ্রহণ করেন। ইসমাইলিরা মুসলিমদের একটি উপশাখা। বিশ্বব্যাপী এই গোষ্ঠীর অনুসারী দেড় কোটি। যার মধ্যে পাকিস্তানে ৫ লাখ ইসমাইলি বাস করেন। এ ছাড়া, ভারত, আফগানিস্তান ও আফ্রিকাতেও তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। 
 

পাঠকের মতামত

কাদিয়ানীদের জন্য কী - ইন্না লিল্লাহ........রাজিউন পড়া যাবে?

জনতার আদালত
৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৩:৪৪ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status