অনলাইন
সংবিধান কারও বাপের না: সারজিস আলম
অনলাইন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ জানুয়ারি ২০২৫, বুধবার, ১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৬ অপরাহ্ন
সংবিধান কারও বাপের না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার কথা গ্রহণযোগ্য নয়-১৯৭২ সালে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্যদের সন্তানদের এমন বিবৃতির একটি স্ক্রিনশটও যুক্ত করেছেন সারজিস আলম।
সারজিস আলম লিখেছেন, ‘সংবিধান কারো বাপের না। বংশগত আর রক্তের বড়াই দিয়ে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের যে অসম সুবিধা দেওয়া হত, আজকাল সংবিধান কমিটির সদস্যদের সন্তানদের সেরকম অসমভাবে মুজিববাদী সংবিধানের পক্ষে দাঁড়াতে দেখা যাচ্ছে।’
তিনি আরও লিখেছেন, ‘আর, যে কমিটি এই ৭২'এর সংবিধান করেছে, সে কমিটি পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে তারা ভোট পেয়েছিলেন। না মানে মনে করাই দিলাম।’
100 riight
সারজিস আলমের সাথে ১০০% একমত। তরুণ নেতৃত্বই আমাদের আলো দেখাতে পারে।
Someone need to stop this idiots ,they are getting out of reality.
সংবিধান হবে দেশের মানুষের কল্যাণে।যার দ্বারা জনগণ সুফল ভোগ করবে।এটা কোরআন হাদিস নয়,যে পরিবর্তন করা যাবে না।
সংবিধান সারজিসের বাপেরও না, চাইলেই ছুড়ে ফেলে দিবে
সংবিধান কারো বাপের না।।।।।। কিন্তু সংবিধান"সার্ভিস" আলমের বাপের।।।।
একসময় এই ছেলেকে দেখতাম বঙ্গবন্ধু কে বাপ বলতে পাগল ছিল ( ভিডিও তে দেখেছি)। এখন অন্য কেউ বাপ হয়ে গেলো কি?
হক কথা! দেশের কথা!! জাতির কথা!!! সংবিধান কারো বাপের না। সংবিধান কারো জ্যাঠার না।
well said
ছাত্ররাই পারবে সোনার বাংলা গড়তে আমাদের সর্মথন আছে
সারজিস যা বলেছে ঠিকই বলেছে। সংবিধান হবে বাংলার জনগনের দ্বারা স্বীকৃত দলিল, যেটা একমাত্র জনগনের দ্বারা নির্বাচিত ব্যাক্তিরা আইনে পরিণত করবে। বাপ মা ভাইয়ের দোহাই দিয়ে দেশ চলতে পারে না ! বাংলাদেশের মুক্তিযোদ্ধার এখন নকল মুক্তি যোদ্ধা বা সুবিধাবাদি মুক্তিযোদ্ধা হয়ে জন্ম নিয়েছে। সরকার পরিবর্তনের পর পর মুক্তিযুদ্ধার নামেরও পরিবর্তন হয়। এরা দেশের জন্য আসল মুক্তিযোদ্ধা হতে পারে না। এরা হলো স্বৈরাচার দ্বারা বানানো জারজ মুক্তিযোদ্ধা !!!! এই জারজ মুক্তি যোদ্ধার নামে হাজার হাজার কুলাংকার চাকুরী নিয়ে গদিতে বসে আছে, তাদেরকে বহিস্কার করা হোক।
"সংবিধান কারও বাপের না" - এটা সবার জন্য প্রযোজ্য ।
তাহলে কি তোমার বাপের ?? একসময় শেখ মুজিবকে বাপ্ বলতে সেই ভিডিও অনেক দেখেছি। আন্দোলনের সময় সমঝোতা হয়ে গেছে আন্দোলন বন্ধ করুন ২/৩ ডাক দিয়েছো। এখন তুমি বড় বিপ্লবী ??