ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

সরকারের ওপর মানুষের আস্থায় চিড় ধরছে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, ৫:২৮ অপরাহ্ন

mzamin

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। কাউন্সিলে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়। 
সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার। 
তিনি বলেন, সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছেন যা আর তারা বন্ধ করতে পারছেন না। সরকার সবকিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছেন না। দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে এবং রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষ্মণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। 
জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেন, দ্রুত সংস্কারের ব্যাপারে  বোঝাপড়া তৈরী করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরী হয়। আর সফল হতে চাইলে সরকারকে তার এজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন। রাজনৈতিক দলসমূহ সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকারকে এই সহযোগিতা নিতে জানতে হবে।
তিনি বলেন, সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখন পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোন কমিশন গঠন করা হয়নি। অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে শ্রমিকদের জন্য ন্যুনতম মজুরি কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি এবং শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও আহ্বান জানাচ্ছি। 
অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে কাউন্সিলে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শিল্পাঞ্চলের সংগঠক সুমন মিয়া, শাহজাহান আলী, মোহাইমিনুল হক প্রমুখ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status