ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

রাজনীতি

বিএনপিকেই সংস্কার করতে হবে: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:১৬ অপরাহ্ন

mzamin

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচার মাফিয়া শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এর সংস্কার করা প্রকৃত পক্ষে একটি কঠিন কাজ। এই কঠিন কাজটি যদি জনগণ সমর্থন দেয় তাহলে জনগণের সমর্থন নিয়ে বিএনপিকেই করতে হবে।

মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে 'জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫' উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের জন্য আজকে তাদের যে কঠিন পরিণতি হয়েছে, এই পরিণতির জন্য আমরা তাদেরকে শাস্তি দেয়নি, তাদের শাস্তি আল্লাহর তরফ থেকে এসেছে, গজব পরেছে তাদের উপর।সুতরাং আমাদের দায়িত্ব হলো দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে।  
তিনি বলেন, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে। এটাই বিএনপিকে আগামীদিনে প্রমাণ করতে চায়। তবে যার সূচনা হচ্ছে- এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে দেশের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ করেছে। দেশের ক্রীড়াঙ্গনও এথেকে মুক্ত ছিল না। শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে চলে গেছে। 
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন- তখন কিন্তু দেশের ক্রীড়াঙ্গনে কোন দলীয় ও রাজনীতিকরণ ছিল না। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন অয়ালি সাব্বির, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

Please do the reform of the Statecraft now, if you feel it is your moral responsibility to do so. You will get support of the mass people, otherwise no hope.

Fatema
২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৮:০৫ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status