বিবিধ
ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা ‘মনের বন্ধু’ থেকে মানসিক স্বাস্থ্য পরামর্শ পাবেন
(৩ সপ্তাহ আগে) ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:৩১ অপরাহ্ন
সহকর্মীদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বৃহত্তম মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মনের বন্ধু’-এর সাথে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক।
১ ডিসেম্বর ২০২৪ থেকে ব্র্যাক ব্যাংকের সকল কর্মকর্তা, তাদের জীবনসঙ্গী এবং সন্তানরা বিনামূল্যে বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা গ্রহণ করতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে, ব্যাংকের সহকর্মীদের বিভিন্ন প্রয়োজনের ভিত্তিতে তাদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচিটি কর্পোরেট অফিসে সরাসরি কাউন্সেলিং থেকে শুরু করে জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন সেশন পর্যন্ত সহজলভ্যতা ও সুবিধা নিশ্চিত করেছে। পাশাপাশি, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ‘মনের বন্ধু’-এর যে-কোনো শাখায় গিয়ে কাউন্সেলিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের পেশাগত উন্নয়নের পাশাপাশি, মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিকে তুলে ধরে। বিনামূল্যে এই সেবা প্রদান করে, একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা ব্র্যাক ব্যাংকের উদ্দেশ্য— যেন সহকর্মীরা ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমৃদ্ধ হতে পারেন।
সহকর্মীগণ ও তাদের পরিবারের মানসিক সুস্থতার প্রতি যত্নশীল হয়ে, ব্র্যাক ব্যাংক সুস্থ কর্মপরিবেশ তৈরির একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা দক্ষ মানবসম্পদ নিশ্চিত করে।
মিডিয়া যোগাযোগ:
মোহাম্মদ আব্দুর রহিম
ব্র্যাক ব্যাংক পিএলসি.
ই-মেইল: [email protected]
টেলিফোন: +88 01730704702
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৬৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।