দেশ বিদেশ
চট্টগ্রাম বন্দরে আবার ভিড়লো সেই পাকিস্তানি জাহাজ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। গতকাল দুপুর আড়াইটার দিকে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কন্টেইনার নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি। জানা যায়, জাহাজটিতে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। চিনি আছে ২৮৫ কন্টেইনারে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন। গ্লাস তৈরির কাঁচামাল ডলোমাইট আমদানি হয়েছে ১৭১ কন্টেইনার। সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ ১৩৮ কন্টেইনার। এ ছাড়া ৪৬টি কন্টেইনার কাপড়ের রোল, ১৮ কন্টেইনার আলু এবং ২০ কন্টেইনার আখের গুড় আনা হয়েছে। শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, ‘জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময়ে দ্বিগুণ কন্টেইনার এসেছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে।’ তিনি বলেন, ‘এবারো জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১ একক কন্টেইনার পণ্য আনা হয়েছে। যার মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান এবং ১৪ শতাংশ পণ্য আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কন্টেইনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়। সেখান থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কন্টেইনার।’
পাঠকের মতামত
আল-হামদুলিল্লাহ্
যাক এবার যদি কম দামে চিনি ও আখের গুড় পাওয়া যায়!