ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

পেপারলেস’ পেমেন্ট লেনদেনের নতুন দিগন্ত

(৪ সপ্তাহ আগে) ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৪ অপরাহ্ন

mzamin

আজ১৮ ডিসেম্বর, রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পেপারলেস লিমিটেডের অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপারলেস’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ তাসফিক নেওয়াজ পেপারলেসের যাত্রাকে অভিনন্দন জানান। তিনি বলেন, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ‘পেপারলেস’ নতুন দিগন্তের সূচনা করবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের  সাবেক চেয়ারম্যান মোঃ সোয়েব আহমেদ। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেপারলেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. নজরুল ইসলাম। ‘পেপারলেস’ সম্বন্ধে বিস্তারিত উপস্থাপন করেন পেপারলেস লিমিটেডের হেড অব বিজনেস অর্ণব আদিত্য মামুন।
বক্তারা বলেন, লেনদেনের নিরাপত্তা, যেকোনো ব্যবসার সফলতা। আর ব্যবসায়িক সফলতায় ডিজিটাল লেনদেনের জন্য সম্পূর্ণ নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট গেটওয়ে হচ্ছে- পেপারলেস’। ‘পেপারলেস’ বাংলাদেশের যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল লেনদেনের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও নিরাপদ সমাধান এনে দিবে। প্রত্যন্ত অঞ্চলেও এর দ্রুত প্রসার ঘটবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
 
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্সপ্রাপ্ত ‘পেপারলেস’ গ্রাহকদের অচিরেই নানা সুযোগ-সুবিধার ঘোষণা নিয়ে আসছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকরা সাধারণ চার্জের উপর ৫০% ডিসকাউন্ট সুবিধা পাবেন। উল্লেখ্য যে, পেপারলেস ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, বিকাশ ও নগদের সাথে যুক্ত রয়েছে। যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পেপারলেসের ওয়েবসাইট www.paperlessltd.com বা ফেসবুক পেজ Paperless Limited এ যেয়ে গ্রাহক হতে পারবেন।

পাঠকের মতামত

great

Hasinur
১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:১৭ অপরাহ্ন

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status