ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বিবিধ

২০২৫-২০২৬ মেয়াদে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আমিরুল হক

(৬ মাস আগে) ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২:৪৩ অপরাহ্ন

mzamin

ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক ২০২৫ ও ২০২৬ মেয়াদের জন্য এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এই পদে আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। 

আমিরুল হক দেশের অন্যতম বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, যিনি প্রায় চার দশক ধরে বাণিজ্য ও শিল্প খাতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্য তেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিল্পখাত উন্নয়নে তার সক্রিয় অবদান রয়েছে। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি (CIP) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক এবং ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। (বিজ্ঞপ্তি)

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদ/ সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status