ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

মালয়েশিয়া সফরে জামায়াত আমির: আন্তর্জাতিক সংলাপ ও প্রবাসীদের সাথে মতবিনিময়

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(৬ মাস আগে) ১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১০:১৬ পূর্বাহ্ন

mzamin

মালয়েশিয়াতে দুই দিনের সফরে এসেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)-এর আমন্ত্রণে আয়োজিত এই সফরে তার সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আযাদ।

সফরকালে ডা. শফিকুর রহমান মালয়েশিয়া সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও এবং পেশাজীবীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। আইআইএআইএস-এর আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

রবিবার ১৫ ডিসেম্বর মালয়েশিয়ার শীর্ষ ইসলামিক দল পার্টি ইসলাম সেমালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আবদুল হাদী আওয়াং-এর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসলামী আন্দোলনের কৌশল, রাজনৈতিক অগ্রগতি এবং উম্মাহর কল্যাণে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এছাড়া, তিনি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে তিনি দেশে তাদের মেধা ও যোগ্যতার বিনিয়োগের আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, "৫ আগস্ট ২০২৪-এ আওয়ামী দুঃশাসনের অবসান ঘটার পর যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগাতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন। প্রবাসীদের নানা সমস্যার কথা শুনে ধীরে ধীরে এসব সমস্যা সমাধানে তার আশাবাদের কথা জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status