খেলা
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০১ অপরাহ্ন
২০১৪ সালে সর্বশেষ নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মাঝে হোম ও অ্যাওয়ে মিলিয়ে চারটি সিরিজ জিতে নেয় টাইগাররা। এবার আর তরুণ নির্ভর বাংলাদেশ দল সেই দাপট দেখাতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে ২২৮ রানের লক্ষ্য দিয়ে তারা ৭ উইকেটের হারে সিরিজও খুইয়েছে বাংলাদেশ ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজ বাংলাদেশের ছুড়ে দেয়া ২২৭ রানের লক্ষ্য ৩৬.৫ ওভারেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং। আরেক ওপেনার এভিন লুইস ৪৯ ও কেসি কার্টি ৪৫ রান করেন। বিপরীতে বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও আফিফ হোসেন।
এর আগে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে লোয়ার অর্ডারের তানজিম হাসান সাকিবকে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে ২২৭ রান করে টাইগাররা । মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৬২, তানজিদ হাসান তামিমের ৪৬ এবং তানজিম সাকিবের ৪৫ রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা পুরোদমে ব্যর্থ। ফলে ৪৫.৫ ওভারেই ২২৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৯২ বলে মাহমুদউল্লাহর ৬২ রানের ইনিংসে ২ চারের সঙ্গে ছিল ৪টি ছক্কা। শেষদিকে শরিফুল এক ওভারে দুই চার আর এক ছক্কায় ৮ বলে ১৫ করে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলস ২২ রান খরচায় নেন ৪টি উইকেট।
দয়া করে জাতীয় দল নিয়ে তামাশা বন্ধ করুন। তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ মানের মিরাজ তাও আবার অধিনায়ক (!!!), অফ ফর্মের লিটন, অধারাবাহিক সৌম্য, নড়বড়ে মিডল অর্ডার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট হয় না. সম্ভব হলে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম কে ফেরান নতুবা যুব টিম থেকে মেধাবী ধারাবাহিক পারফর্মার নিন.