অনলাইন
ভ্যাট দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা
গত ৫০ বছর ধরে আমরা করছাড় দিয়ে শিশু লালনপালন করছি
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন
অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যবসা করার কিছুদিন পর ব্যবসায়ীরা বলেন, আমাকে কর থেকে অব্যহতি দেন। গত ৫০ বছর ধরে আমরা করছাড় দিয়ে শিশু লালনপালন করছি; আর কতকাল লালন করব? আমি উদাহরণ দিলাম না। আপনারা অনেকেই বুঝতে পারবেন। এসব শিশু এখন শিশুই রয়েছে গেছে’।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘যে শিশুদের এত দিন ধরে লালনপালন করা হয়েছে, তারা এখন শারীরিকভাবে বড় হয়ে গেছে। তারা এখনো বলে ‘আমাদের সুরক্ষা দিন’, কিন্তু সুরক্ষার দিন তো চলে গেছে।’
এ সময় সবাইকে কর দেয়ার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা।
করা আদায় করা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘একেবারে জোর করে আদায় করে নেবেন না। কর দিতে যদি অসুবিধা হয়, সেটা শুনবেন।
নাগরিকদের জন্য সেবার মান উন্নত কারার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘লোকজন বলেন, যদি সেবা ভালো না হয়, তাহলে আমি কেন কর দিচ্ছি। সেবা আমাদের উন্নত করতে হবে, সেটা সহজলভ্য যাতে হয়।’
ভ্যাট দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা। কোনো অফিসে বা দোকানে আপনাদের কোন কর্মকর্তা পাঠাবেন না,পাঠালে কি হবে জানেন প্রথমে তারা সমঝোতার প্রস্তাব দিবে।কর অফিসে আসা যাওয়া নিরুৎসাহ করুন,ঘুষ চাইলে স্থায়ী বহিষ্কার এবং জেলে পাঠান,কোন সাময়িক,বরখাস্ত না, তদন্ত না,তদন্ত করতে পাঠালে তদন্তকারী কর্মকর্তাকে ঘুষ দিবে সত্যতা পাবে না।কর ফাঁকি দিতে সহায়তা করে কর কর্মকর্তা মহোদয়গণ।বাংলাদেশের সিভিল সার্ভেন্ট এতটাই অসৎ যাহা পৃথিবীতে কোন দেশে পাবেন না।