অনলাইন
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ হবে—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার ওই রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ।
এর আগে ‘জয় বাংলা’ হবে বাংলাদেশের জাতীয় স্লোগান—এমন ঘোষণাসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়।
২০১৭ সালে ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ মার্চ ওই রায় দেন হাইকোর্ট।
ওই রায়ে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয় তখন।
জয় বাংলা কি আওয়ামীলীগ এর শ্লোগান. আজ ও বুঝলি না বাংগালী. এটা তো ছিল মুক্তিযোদ্ধাদের শ্লোগান. তা হলে কি আমরা ধরে নিব আওয়ামীলীগ যে বলে তারা মুক্তিযোদ্ধাদের দল. তা সত্য. না হয় ইহা নিয়া কেন বিতর্ক. অন্যরা কি যুদ্ধ করে নাই? ওরা তো জয় বাংলা শ্লোগান দিয়া যুদ্ধ করেছেন. যারা বলে আওয়ামীলীগ এর শ্লোগান এদের কি বলব ? সহজেই অনুমান করা যায়. মন্তব্যের দরকার নাই. দেশবাসীর উপর ছেড়ে দিলাম.
অবশেষে "জয় বাংলার "জয় বাংলা হয়ে গেলো???
হায় বাঙালি, হায় আমার বাংলা।
কাজ তো নয়, যত অকাজ করেছে মোদির হাসিনা I স্থগিত কেন? সরাসরি বাতিল করা হোক I
Bravo, well done
একটি সৈরাচারী রাজনৈতিক দলের শ্লোগান কি করে দেশের জাতীয় শ্লোগান হিসাবে নির্ধারণ করা হয় আদালত কর্তৃক। এতেই বুঝা যায় তারা দেশকে কোথায় পৌছিয়ে দিয়েছে।
স্থগিত কেন ? বাতিল কেন নয় ?????
পতিত সরকার দেশটাকে তাদের ইচ্ছে অনুযায়ী এমন কোন জায়গা নাই যেখানে হস্তক্ষেপ করে নাই।
এটা সন্ত্রাসীদের শ্লোগান। তাই জয়বাংলার পরিবর্তে একটা কমন শ্লোগান কার্যকর করার জন্য অনুরোধ জানাচ্ছি, যা সকল রাজনৈতিক দল যা মানতে বাধ্য হবে।