ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সহকারী সচিব-উপসচিব

ক্যাডার বহির্ভূতদের জন্য ৮১ পদ সংরক্ষণে প্রধান উপদেষ্টার অনুমোদন

স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব পর্যায়ে ক্যাডার বহির্ভূতদের জন্য মোট ৮১ পদ সংরক্ষণে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার এ অনুমোদন দেন তিনি। এর আগে গত ২৮শে নভেম্বর তার কাছে সারসংক্ষেপ পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সারসংক্ষেপে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য সহকারী সচিব বা সিনিয়র সহকারী সচিব বা উপসচিব বা যুগ্মসচিবের নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসেবে ক্যাডার বহির্ভূতদের জন্য পদ সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে গত ২৪শে অক্টোবর ও ৬ই নভেম্বর সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ক্যাডার বহির্ভূতদের জন্য পদ সংরক্ষণের সুপারিশ করা হয়। এতে আরও বলা হয়, কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জন্য সহকারী সচিবের (ক্যাডার বহির্ভূত) ৬৪টি পদ, সিনিয়র সহকারী সচিবের (ক্যাডার বহির্ভূত) ১১টি পদ এবং উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ছয়টি পদ অস্থায়ীভাবে সংরক্ষণ করা যেতে পারে। এছাড়া ক্যাডার বহির্ভূতদের জন্য পৃথক ক্যারিয়ার পাথ নির্ধারণ করা যেতে পারে। এ সুপারিশ প্রধান উপদেষ্টার বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন দেন।
এদিকে ক্যারিয়ার পাথকে বৈষম্যমূলক উল্লেখ করে তা গঠন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিজ্ঞপ্তিতে এসোসিয়েশনের নেতারা জানান, এ মুহূর্তে ক্যারিয়ার পাথ নিয়ে নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। এটি গঠন করা হলে ক্যাডার বহির্ভূতদের জন্য সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী পদ সৃষ্টি, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, বদলি ইত্যাদির জন্য পৃথক কাঠামো গড়ে তোলা হবে। ক্যাডার কম্পোজিশন রুলস অনুযায়ী সৃষ্ট ক্যাডার পদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। বৈষম্যমূলক ক্যারিয়ার পাথ গঠন না করার জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বর্তমানে মন্ত্রণালয় ও বিভাগে তিন হাজার প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা রয়েছে। এ অবস্থায় অধিকাংশরাই চাকরি জীবনে কাক্সিক্ষত পদোন্নতি থেকে বঞ্চিত হবে। তাই ক্যাডার বহির্ভূতদের পদোন্নতির সুযোগ সৃষ্টির জন্য অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক সুপারনিউমারি পদ সৃষ্টি করতে হবে, সম্প্রতি প্রশাসন ক্যাডারের সঙ্গে ইকোনমিক ক্যাডার একীভূত হওয়ায় ইকোনমিক ক্যাডারের এন্ট্রি লেভেলের পদগুলোর এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ করতে হবে, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার বিদ্যমান মোট পদের এক-তৃতীয়াংশ অর্থাৎ ক্যাডার বহির্ভূতদের জন্য নতুন পদ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছে এসোসিয়েশন। এদিকে, ১৯৯২ সালে গঠিত আকরাম কমিশনের সুপারিশ মোতাবেক প্রাপ্য পদ- সহকারী সচিব-২২৪টি, সিনিয়র সহকারী সচিব-৫৬টি, উপসচিব-৫৯টি এবং যুগ্ম সচিব-৩১টি-সহ মোট পদ ৩৭০টি। বর্তমানে সংরক্ষিত পদ-সহকারী সচিব-২৯২টি, সিনিয়র সহকারী সচিব-৭৮টি, উপসচিব-৯টিসহ মোট ৩৭৯টি। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status