ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। রোববার ভোররাতে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে সিলেট থেকে যাত্রী নিয়ে লিমন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে তীব্র কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা দুই পুরুষ যাত্রী নিহত হন। 
খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুইজনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে। দুর্ঘটনা কবলিত বাস হাইওয়ে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status