রাজনীতি
জামায়াতের আমির
সুষ্ঠু নির্বাচন ব্যতীত অন্তর্বর্তী সরকারের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, ২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়ান। মৌলিক সংস্কার করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। আপনারা যাতে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের (অন্তর্বর্তী সরকার) নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। জাতীয় এজেন্ডা একটাই, সেটা হলো সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। সেজন্য যত সংস্কার সেটা আপনারা করুন।
শুক্রবার সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের জন্য সরকারকে চাপ দেয়া প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করবো, মূল্যবান সময়কে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। যৌক্তিক সময়ে জাতিকে নির্বাচন উপহার দিন। জাতি গত তিনটা টার্ম তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘যুবকদের রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি। আমরা চাই আগামী দিন তারা (যুবক) শুধু ভোট দেবে না, জাতিকে নেতৃত্বও দেবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা একটা যুবসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা যুবকদের হাত বেকার হিসেবে দেখতে চাই না। তাদের হাত উন্নয়নের হাত হিসেবে দেখতে চাই। কর্মীর হাত হিসেবে দেখতে চাই, দেশপ্রেমিকের হাত হিসেবে দেখতে চাই।’
মাশাআল্লাহ, যুগোপযোগী সুন্দর বক্তব্য।
Very good speech, it is possible only for jamat leaders