বিবিধ
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
(১ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৬:৩১ অপরাহ্ন
রেজিস্ট্রেশন বিভাগ প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। এ বিভাগ দেশের একটি ঐতিহ্যবাহী ও জনসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে দেশের গণ মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। সূদীর্ঘ পথ পরিক্রমায় রেজিস্ট্রেশন বিভাগ আরও জনবান্ধব ও বিপুল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই অনলাইনে দলিল রেজিস্ট্রেশন (ই-রেজিট্রেশন) প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রি ও দলিলের নকল প্রদান সেবাকে জনসাধারণের জন্য আরো সহজ ও আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছেন। এ বিভাগের মাধ্যমে বছরে প্রায় ৩৭ লাখ দলিল রেজিস্ট্রেশন, ৪০ লাখ নকল (সার্টিফাইড কপি) সেবা প্রদান করা হয়। এই যখন অবস্থা তখন সরকারের উচ্চ পদস্থ দায়িত্বশীল কর্মকর্তা কর্তৃক রেজিস্ট্রেশন বিভাগকে নিয়ে বিরূপ মন্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব মো. মকছু মিয়া এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার সুচিন্তিত দিক নির্দেশনায় রেজিস্ট্রেশন বিভাগের আধুনিকায়ন হবে এবং সেবা সহজীকরণ হবে বলে ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন’ দৃঢ় বিশ্বাস করে। উক্ত পরিস্থিতিতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। বিজ্ঞপ্তি