ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

পারমাণবিক হামলা হলে কী ঘটবে চীন, রাশিয়া, উ. কোরিয়ায়!

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩১ পূর্বাহ্ন

mzamin

মিত্রদের সমর্থন করার পাশাপাশি চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে বহুমুখী সংঘাতে কার্যত লিপ্ত যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনের সঙ্গে এই উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে বাণিজ্য, অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া ও ইউক্রেনে চলমান যুদ্ধ। এই যুদ্ধ এরই মধ্যে পারমাণবিক যুদ্ধে রূপ নেয়ার আতঙ্ক দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছেন। ফলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উড়িয়ে দেয়া যায় না। এমন ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক ম্যাগাজিন বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। পারমাণবিক প্রযুক্তি বিষয়ক একজন প্রফেসর ও ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন একটি মানচিত্র ব্যবহার করে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি দেখেছেন যদি উত্তর কোরিয়া, রাশিয়া বা চীনের রাজধানীতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে কি প্রভাব পড়তে পারে তাতে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে সবচেয়ে বড় যে অস্ত্র আছে তার নাম বি-৮৩। যদি এই অস্ত্র ব্যবহার করে তারা হামলা চালায় তাহলে যে ক্ষতি হতে পারে ম্যাপে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিউজউইকের বিশ্লেষণ অনুযায়ী, এই পারমাণবিক বোমা যেখানে ফেলানো হবে তার ১.৫৯ বর্গমাইল ব্যাসার্ধের এলাকায় চরম তাপমাত্রায় সবকিছু গলে বাষ্পীভূত হবে। এমন এলাকা ‘ফায়ারবল রেডিয়াস’ হিসেবে পরিচিত। বড় রকমের বিস্ফোরণে ৬৭.৭ বর্গমাইল ব্যাসার্ধের মধ্যে আবাসিক ভবনগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটাতে পারে। বিস্ফোরণস্থলের ২১১ বর্গমাইল এলাকায় যেসব মানুষ বসবাস করবেন তারা তৃতীয় ডিগ্রি পুড়ে যেতে পারেন। এর ফলে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলতে হতে পারে। উপরন্তু ৫৩৫ বর্গমাইল এলাকায়ও ক্ষতি হতে পারে। কাচের জানালা ভেঙে যেতে পারে। তাতে বহু মানুষ আহত হতে পারে। 
নিউজউইকের মতে, এমন হামলা হলে পিয়ংইয়ংয়ে মারা যেতে পারেন ১৩ লাখ ২৭ হাজার ৮২৯ জন মানুষ। মারাত্মক আহত হতে পারেন ১১ লাখ ৫ হাজার ৬৬০ জন। রাশিয়ার মস্কোতে যেকোনো একদিনে বিস্ফোরণে মারা যেতে পারেন ১৩ লাখ ৭৪ হাজার ৮৪০ জন মানুষ। আহত হতে পারেন ৩৭ লাখ ৪৭ হাজার ২২০ জন মানুষ।  অন্যদিকে শুধু বেইজিংয়েই মারা যেতে পারেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৬০ জন মানুষ। 

পাঠকের মতামত

No comments.

It's better not to t
৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:০৮ পূর্বাহ্ন

পাগল নাকি বেটা, রাশিয়া চীনা কোরিয়া হামলা করলে কি হবে জানিস

Badhon Iqbal
২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১২:৫২ অপরাহ্ন

তারা মারবে ওরা শুধু দেখবে ?বোকার মত

Hossainshajidakonji
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৫৪ অপরাহ্ন

মনে হচ্ছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা আমেরিকায় আঘাত করতে পারবে না!

হারুন রশিদ মোল্লা
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৭:৩৬ অপরাহ্ন

আমেরিকা হামলা করলে রাশিয়া আংগুল চুষবে!

shamim chowdhury
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:৩৮ অপরাহ্ন

তা একই ধরনের বলা তার কাছাকাছি শক্তি সত্তায় যদি নিউইয়র্কে হামলা করা হয় সেক্ষেত্রে কতো লক্ষ মানুষের প্রাণ হানি ঘটবে অথবা কিরূপ ক্ষয়খতি হবে সেই বিষয়ে মানচিত্র আঁকতে বা লিখতে লেখক বেমালুম ভুলে গেলেন!

দয়াল মাসুদ।
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:১৮ অপরাহ্ন

আমেরিকাতে হামলা হলে কি রকম খাতি হতে পারে ?

Shahadat Hossain
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৬:০০ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status