ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রকমারি

আগামী তিন মাস বিয়ে করতে পারবেন না পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের যুবক-যুবতীরা

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ১৬ নভেম্বর ২০২৪, শনিবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

স্কুল বন্ধ, সরকারি অফিসে অর্ধেক কর্মীকে অনলাইন মোডে স্থানান্তর এবং ভারী যানবাহন চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এসবের পর  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের  অ্যাডভোকেট জেনারেল (এজিপি) দেশের বিপজ্জনক ধোঁয়া পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি "অনন্য পরিকল্পনা" নিয়ে এসেছেন। অ্যাডভোকেট জেনারেল লাহোর হাইকোর্টকে অবহিত করেছেন যে সরকার ধোঁয়া সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ধোঁয়া মোকাবিলায় আগামী বছর যুবক-যুবতীদের  অক্টোবরে বিয়ে করতে বলা হবে। তাদের নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে বিয়ে এড়িয়ে চলতে বলা হবে। এই বিষয়ে প্রশাসনের যুক্তি, বিয়ের অনুষ্ঠানে শব্দবাজি, আতশবাজি পোড়ানো হয় যার ফলে বৃদ্ধি পায় দূষণ। তাই এই নির্দেশিকা। বিচারপতি শহীদ করিমের নেতৃত্বে হাইকোর্টে ক্রমবর্ধমান ধোঁয়া প্রশমনের জন্য দায়ের করা একগুচ্ছ আবেদনের শুনানি পুনরায় শুরু করার সাথে সাথে পাঞ্জাব অ্যাডভোকেট জেনারেল এই মন্তব্য করেছেন। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে অ্যাডভোকেট জেনারেল বলেন, এ বিষয়ে প্রতিটি বিভাগকে একটি করে কাজ দেওয়া হয়েছে। ধোঁয়া নির্গত হয় এমন  যানবাহন এখন রাস্তায় চলবে  না। 

শুনানির শুরুতে বিচারক বলেছেন: “এটি একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। সরকারের এখানে উপস্থিত থাকা উচিত ছিল। সরকার এখনও কিছু করেনি এবং আমি প্রতিদিন সেই বিষয়টা  তুলে ধরছি।"এ সময় অ্যাডভোকেট জেনারেল বলেন, সরকার ধোঁয়া মোকাবিলায় সব জেলায় টাস্কফোর্স গঠন করেছে। ৯ নভেম্বর থেকে, সরকার ১০০ টি বাস তুলে নিয়েছে। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে পাঞ্জাব, বিশেষ করে লাহোর, গত মাস থেকে একটি গুরুতর ধোঁয়ার কবলে রয়েছে।  ঘন, বিষাক্ত মেঘ এখন মহাকাশ থেকে দৃশ্যমান।  নাসা দ্বারা স্ট্রাইকিং স্যাটেলাইট চিত্রে তা ধরা পড়েছে । আইকিউএয়ারের মতে, লাহোরে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু রয়েছে বলে জানা গেছে। পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স তালিকার শীর্ষে রয়েছে, ভারতের নয়াদিল্লি এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

সূত্র: জিও টিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status