ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

টেস্টকে বিদায় বলে দিলেন ইমরুল

স্পোর্টস রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার
mzamin

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইমরুল কায়েস। ফেসবুকে এক বার্তায় এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এই শীর্ষ ব্যাটসম্যান। ফেসবুকে তার ভেরিফায়েড পেজে করা পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’ সঙ্গে ভিডিও বার্তায় ইমরুল জানিয়েছেন, আগামী শনিবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।
ভিডিও বার্তার শুরুতে ইমরুলকে শেরেবাংলা স্টেডিয়ামের টানেল দিয়ে হাঁটতে দেখা যায়। বিচ্ছেদি সুরের সঙ্গে তার ক্যারিয়ারের কিছু অংশের ভিডিও দেখানো হয়। এরপর গ্যালারিতে বসে ইমরুল বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে চাচ্ছি।’
ভিডিওতে এরপর ইমরুলকে মাঠে দেখা গেল। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি খুব শিগগিরই আমার ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ বাংলাদেশ দলের ড্রেসিংরুমে বসে ইমরুল এরপর বললেন, ‘আমি আগামী ১৬ই নভেম্বর (শনিবার) আমার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণির ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি।’
ইমরুল বলেন, ‘এটি আমার জীবনের, (ক্যারিয়ারের) ১৭ বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’ ভিডিওর শেষে টেস্ট জার্সি পরা ইমরুলের ছবি এবং তার জার্সি নম্বর ৪৫ গ্রাফিকসে দেখানো হয়।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন ইমরুল কায়েস। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন টেস্ট সংস্করণে। ২০১৯ সালের ২২শে নভেম্বর ইডেন গার্ডেনে শুরু হওয়া সেই দিবারাত্রির টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৯ রান করেছিলেন ইমরুল। তার পর থেকেই তিন সংস্করণে জাতীয় দলের বাইরে রয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেননি ইমরুল।
২০০৭ সালের ১৪ই ফেব্রুয়ারি ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ইমরুলের। এবার জাতীয় লীগেও খেলছেন খুলনা বিভাগের হয়ে। মঙ্গলবার সিলেটের বিপক্ষে শেষ হওয়া খুলনার ম্যাচটি ড্র হয়েছে। খুলনার হয়ে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেন ইমরুল। জাতীয় লীগে পঞ্চম রাউন্ডের ম্যাচে শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার মুখোমুখি হবে খুলনা। ১৬ই নভেম্বর (শনিবার) শুরু হতে যাওয়া ম্যাচটি খেলে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরুল। এই বিদায়ী ম্যাচ উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা জানাবে বিসিবি।
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দশম স্থানে রয়েছেন ইমরুল কায়েস। ৭৬ ইনিংসে ৩ সেঞ্চুরি, ৪ ফিফটিসহ ২৪.২৮ গড়ে করেছেন মোট ১৭৯৭ রান। সর্বোচ্চ ১৫০। ঘরোয়া ক্রিকেটে খেলার পাশাপাশি সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যবসায়ও সম্পৃক্ত ইমরুল। ক্রিকেট ব্যাট তৈরির অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান ‘এমকেএস স্পোর্টস’-এ মালিকানা রয়েছে ইমরুলের।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status