ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

জনগণের দুর্ভোগে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা: আমিনুল

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ৭:০৮ অপরাহ্ন

mzamin

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা-বিএনপি জনগণের পাশে থেকে কাজ করতে চায়। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কাজ দলের নেতাকর্মীদের করা যাবে না। 
তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের দুর্ভোগ হয়, কষ্ট হয়, হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয়- এমন কোন কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক দুটি ব্যবস্থাই নেয়া হবে। 
বুধবার দুপুরে রুপনগরস্হ আরামবাগ ঈদগাহ মাঠে রুপনগর থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের কেউ কোথাও অফিস করার চিন্তা করবেন না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে  আন্দোলন সংগ্রাম করেছি। তখন তো কোন অফিসের প্রয়োজন হয়নি আমাদের। নিজেকে প্রচার ও জাহির করার জন্য কোন প্রকার পোষ্টার ব্যানার লাগানো যাবে না। এটা দলীয় সিদ্ধান্ত। 
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করুন। গত ১৬ বছরে আমরা আমাদের বহু ভাইদের হারিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।  
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। 
রুপনগর থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের আহবায়ক মো. সালাউদ্দিন এর সভাপতিত্বে ও রুপনগর থানা যুবদলের আহবায়ক সোয়েব খান ও সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল,সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ,সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, মহিলাদল ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব এ্যাড.রুনা লায়লা,মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক প্রমুখ।

পাঠকের মতামত

চাঁদাবাজি, টেন্ডারবাজি,সন্ত্রাস,দখলদারি,ভয়ভীতিপ্রদর্শন ইত্যাদি সকল অনৈতিক কাজ থেকে বিরত থেকে জনগনের কল্যানে কাজ করতে হবে।

tafazzal hossain
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৩:৩৫ অপরাহ্ন

বিএনপি নেতাদের সুন্দর ও স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি,সন্ত্রাস,দখলদারি,ভয়ভীতিপ্রদর্শন ইত্যাদি সকল অনৈতিক কাজ থেকে বিরত থেকে জনগনের কল্যানে কাজ করতে হবে। আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেবের স্বপ্নকে বাস্তবায়নের জন্য, দেশের উন্নয়নের জন্য ত্যাগের রাজনীতি করতে হবে। ভাল চরিত্রবান মানুষকে রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দিতে হবে, তবেই আমরা আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো এবং আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়তে পারব। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ।

SM. Rafiqul Islam
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:৩৩ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status