ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৬ অপরাহ্ন

mzamin

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সবাইকে খুব দায়িত্বশীল হতে হবে। কারণ আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। বুধবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তিত জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। তারা ইতোমধ্যে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি, শিগগির আমাদের মতামত দেবো।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল, আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেয়াটা আমি মনে করি সমীচীন নয়। জনগণ সিদ্ধান্ত নেবে যে, কে রাজনীতি করবে, কে করবে না এবং সেটা নির্বাচনে মাধ্যমে। নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে, তারা বাতিল হয়ে যাবে। অথবা সংসদ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। এটা জনগণের দায়িত্ব।

 

পাঠকের মতামত

ভারতের বিষয় নিয়ে বিএনপিকে আরো স্পষ্ট বক্তব্য দিতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশের একমাত্র শত্রু আমাদের প্রতিবেশী দেশ। এখানে রাখ-ঢাকের বিষয় নেই, এটা খুবই স্পষ্ট এবং বাংলাদেশের ৯০% মানুষ এটাকে বিশ্বাস করে। বিএনপিকে রাজনীতি করতে হলে বেশির ভাগ মানুষের বিশ্বাসকে ধারন করেই রাজনীতি করতে হবে। আমরা সম্প্রতি কিছু বিএনপি নেতাদের কথাবার্তায় দারুণ ভাবে আহত হচ্ছি। অতএব সাধু সাবধান।

SM. Rafiqul Islam
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৫৮ পূর্বাহ্ন

Mirza fakhrul sir thank

Mdshahidulislam Isla
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২:৪২ অপরাহ্ন

৩৬ শে জুলাইয়ের চেতনার পূর্ণ বাস্তবায়ন চাই।

স্বাধীন বাংলাদেশী
১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ২:২৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status