রাজনীতি
তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান পালন না করার নির্দেশনা
স্টাফ রিপোর্টার
(৪ সপ্তাহ আগে) ১১ নভেম্বর ২০২৪, সোমবার, ৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন
আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালন না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ঐদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আশার আলো দেখাচ্ছে বিএনপি... আশাকরি গণতান্ত্রিকভাবে দলের বিভিন্ন পদের জন্যে নির্বাচন হবে এবং সংসদ সদস্যস্য পদের নমিনেশনের জন্যে টাকার বদলে নমিনেশন বিক্রির পরিবর্তে দলের স্থানীয় কর্মী/সমর্থকদের সরাসরি ভোটের মাধ্যমে নমিনেশন দিয়ে আরো গণতান্তিক মনোভাব দেখাবে।
হেদায়েতের মালিক আল্লাহ। আবারো প্রমাণ পাওয়া গেল। কোনো মুসলিম জন্মদিন ও মৃত্যুদিন পালন করতে পারে না।
২০০১-০৫ সালে তারেক অনেক বাজে কাজের সাথে জড়িত হয়ে পড়েছিলেন, যার অনেকগুলিই হয়তো গুজবলীগের দালালরা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে । তবে তাঁর নাম ভাঙ্গিয়ে অনেকেই কুকাজ করেছে, আমি নিজেও একটি ঘটনায় ভুক্তভোগী, যার সাথে তাঁর কোন সংশ্লিষ্টতা ছিলনা। আজ মনে হচ্ছে তিনি আস্তে আস্তে জিয়াউর রহমান হয়ে উঠছেন । এই তারেককেইতো এদেশের জন্য প্রয়োজন ।
Welcome to you of our future leader. Good decision. Happy Birthday to you.
This is a great decision of the BNP. It is widely appreciated one. Thanks for the matured decision of BNP Acting Chairman. All rank and file must be followed this decision without any reservation.
Good decision, stay with people, eliminate corruption.
দিনে দিনে বি এন পি জনগণের দল হয়ে উঠছে , ধন্যবাদ বি এন পি কে ।
Thanks for talking a right decision.