ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে ধর্ম উপদেষ্টা খালিদ

ফুলতলা (খুলনা) সংবাদদাতা

(৪ সপ্তাহ আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:৩৫ অপরাহ্ন

mzamin

ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ,ফ,ম খালিদ হোসেন বলেছেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। শনিবার শিরোমনি হাফিজিয়া মাদ্রাসায় ৩দিন ব্যাপী ৬৫তম ওয়াজ মাহফিল ও শিক্ষার্থীদের দেস্তারবন্দ অনুষ্ঠানে  ২য় দিনের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা না হলেও বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন অত্যন্ত গৌরবের। এ সময় দ্বীন প্রচারে শিশুরা যেন অবদান রাখতে পারে সেজন্য তাদের যথার্থ শিক্ষাব্যবস্থার প্রতিও জোর দেন তিনি। খালিদ হোসাইন বলেন, কোরআন বুঝে পড়তে হবে, তাহলেই এর ফজিলত সম্পর্কে জানা যাবে। প্রতিটি সূরা এবং আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন, তা বোঝা যাবে। মাহফিলে  প্রধান আলোচক ছিলেন  মাওলানা তারেক মনোয়ার, বিশেষ অতিথি ছিলেন  হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক, খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।  শেষ দিন রবিবার প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতী আমির হামজা, বিশেষ অতিথি থাকবেন খুলনার বায়তুন নূর জামে মসজিদ’র খতিব মাওলানা আবুল বাশার জিহাদী। সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status