প্রথম পাতা
আরও তিন উপদেষ্টার শপথ
স্টাফ রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারঅন্তর্বর্তী সরকারের তিন মাস পর ফের সম্প্রসারণ করা হয়েছে উপদেষ্টা পরিষদ। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে সদস্যের সংখ্যা ২১ থেকে বেড়ে এখন ২৪ জনে দাঁড়িয়েছে। নতুন যুক্ত হয়েছেন তিন জন। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। উপদেষ্টা পরিষদের যুক্ত হওয়া নতুন তিন জন হলেন- আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সম্প্রসারণের পাশাপাশি প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী হিসেবে দুই জনকে নিয়োগ দিচ্ছেন বলে জানা গেছে। এ পদে পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী এবং বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. সায়েদুর রহমানের নাম রয়েছে।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে গত ৫ই আগস্ট পতন হয় দীর্ঘ ১৬ বছর রাষ্ট্রক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। এরপর ৮ই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। ওইদিন শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ই আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। ১৩ই আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। এরপর গত ১৬ই আগস্ট নতুন করে আরও চার উপদেষ্টা শপথ নেন। তারা হলেন- সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
We want progress according to our priorities.