বাংলারজমিন
শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন সাংবাদিক ইদ্রিস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, সোমবারকরোনাকালীন সময়ে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিপিই বিতরণের অপরাধে শ্রীমঙ্গল প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছিল ক্লাবটির তৎকালীন সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম ইদ্রিস আলীকে। অবশেষে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে প্রেস ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি। সমপ্রতি ক্লাবের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এম ইদ্রিস আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে প্রেস ক্লাবের সদস্যপদে পুনর্বহাল করা হয়। রোববার (১০ই নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল মো. আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত। এদিকে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের প্যাডে ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল ফজল মো. আব্দুল হাই ডন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন স্বাক্ষরিত এক চিঠি এম ইদ্রিস আলীর ঠিকানায় ডাকযোগে প্রেরণ করে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও সদস্য পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন এম ইদ্রিস আলী। তিনি সদস্য পদ ফিরে পাওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে প্রেস ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।