খেলা
সোনালী অতীত ক্লাবের নতুন সভাপতি মোসাব্বের
স্পোর্টস রিপোর্টার
১১ নভেম্বর ২০২৪, সোমবারদেশের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া সংগঠন ঢাকা সোনালী অতীত ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোসাব্বের হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল গাফফার। শনিবার ক্লাব প্রাঙ্গনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সিনিয়র সহসভাপতি সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম। কমিটির ছয় সহসভাপতি আবু নোমান নান্নু, আবদুল মান্নান, কাজী আনোয়ার হোসেন, কাজী জসিম উদ্দিন জোসি, জাকির হোসেন চৌধুরী ও মমিনুল ইসলাম খসরু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সহসাধারণ সম্পাদক নাসিম আহসান হিরো, কোষাধ্যক্ষ শামসুজ্জামান ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আরমান, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ নকীব, দপ্তর সম্পাদক মামুন বাবু, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুর রহমান মিলন, প্রচার সম্পাদক কামাল আহমেদ বাবু, লাইব্রেরি সম্পাদক মাহবুব হোসেন রক্সি। সদস্যরা হলেন- আনোয়ারুজ্জামান আনোয়ার, সৈয়দ গোলাম জিলানী, আবদুর রাজ্জাক দীলিপ, সাইদুজ্জামান শামীম, কামরুল ইসলাম দীপু, রাশেদুল হাসান শামীম, মুরাদ আহমেদ মিলন, সফিক উল কাদের মুন্না, আলফাজ আহমেদ, কবির উদ্দিন সরকার, মিজানুর রহমান ডন ও আশরাফুল হক আপেল। ৫ই আগষ্ট সরকারের পট পরিবর্তনের পর সভাপতি আবদুল গাফফার ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন। যার কারণে মধ্যবর্তী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোসাব্বের সত্তর আশির দশকের তারকা ফুটবলার ছিলেন। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত সোনালী অতীত ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদে ছিলেন নানা সময়ে গোলাম সারওয়ার টিপু, বাদল রায়, শেখ আসলাম, সত্যজিৎ দাশ রুপু, খুরশিদ আলম বাবুল, হাসানুজ্জামান খান বাবলুর মতো সাবেক তারকারা।