বিবিধ
বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক পাওয়ার টিলারের যাত্রা শুরু
(৪ সপ্তাহ আগে) ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২:২৩ অপরাহ্ন
দেশের প্রথম বৈদ্যুতিক পাওয়ার টিলার চালু করেছে বৈশ্বিক পরিবেশবান্ধব কৃষি সমাধানে অগ্রদূত প্রতিষ্ঠান ফার্মার্স মার্কেট এশিয়া এবং একটি শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন সমাধান কোম্পানি ক্যাসেটেক্স। আজ ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সিবিশন অন ইলেক্ট্রিক ভেহিক্যাল অ্যান্ড মবিলিটি ইন্ডাস্ট্রি (বিইভিএমএক্স) ২০২৪-এ এই বৈদ্যুতিক পাওয়ার টিলারের উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশের প্রথম ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক ক্যাসেটেক্স পাওয়ার টিলারসহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন পণ্যের প্রদর্শন করে। ব্যাটারি সোয়াপিং প্রযুক্তির সাহায্যে তৈরি এই বৈদ্যুতিক পাওয়ার টিলারটি কৃষকদের সাশ্রয়ী মূল্যে ব্যাটারি ভাড়ার সুবিধা প্রদান করে, যাতে তারা তাদের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে।
ক্যাসেটেক্সের কো-ফাউন্ডার ও চিফ টেকনোলজি অফিসার গোপাল কুমার মহত এবং ফার্মার্স মার্কেট এশিয়ার ফাউন্ডার ও এমডি তারিকুল ইসলামের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাসেটেক্সের কো-ফাউন্ডার ও চিফ বিজনেস অফিসার তৌসিফ আনোয়ার; কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ অফিসার আহমদ আদ এবং ফার্মার্স মার্কেট এশিয়ার হেড অব স্ট্রাটেজি মনজুর রাকিব ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ইন্ডাস্ট্রির নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট উদ্ভাবকরা। তাদের উপিস্থিতি এশিয়ার আধুনিক কৃষি রূপান্তরের দিকে একটি সাহসী পদক্ষেপের নির্দেশনা দেয়।
ক্যাসেটেক্সের অ্যাডভান্সড ডায়নামিক্স ইভি রিসার্চ সেন্টারের প্রতিভাবান গবেষকরা প্রচলিত দূষণকারী জীবাশ্ম জ্বালানি-চালিত পাওয়ার টিলারগুলোর পরিবর্তে উচ্চ-দক্ষতাসম্পন্ন ব্যাটারি-চালিত বৈদ্যুতিক মোটর ব্যবহারের উদ্দেশ্যে এই টিলারটি তৈরি করেছেন। অসাধারণ এই পণ্যটি বিদ্যমান ডিজেল-চালিত পাওয়ার টিলারগুলোর রূপান্তরের মাধ্যমে ৮০০ বিলিয়ন টাকা মূল্যের একটি বৈশ্বিক বাজার সৃষ্টি করবে।
বৈদ্যুতিক পাওয়ার টিলারটি কৃষকদের জ্বালানির খরচ ৬০% কমিয়ে দেবে, যা তাদের ফসল উৎপাদনে পুনঃবিনিয়োগের সুযোগ তৈরি করবে। এছাড়া, ব্যাটারি-সোয়াপিং প্রযুক্তি কৃষকদের বিরতিহীনভাবে কাজ করার সুবিধা দেবে। ডিজেলের পরিবর্তে বৈদ্যুতিক জ্বালানি ব্যবহার করলে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং এটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পথ উন্মুক্ত করে।
ফার্মার্স মার্কেট এশিয়ার বিস্তৃত পরিসরে প্রবৃদ্ধির কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৈদ্যুতিক পাওয়ার টিলারের উন্মোচন করা হয়েছে। এর লক্ষ্য এশিয়া, এমইএনএ (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) এবং আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশে সবুজ উদ্ভাবনগুলো প্রসারিত করা, যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সুদান, পাকিস্তানসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বাজার। ফার্মার্স মার্কেট এশিয়া নিজস্ব শক্তিশালী আঞ্চলিক কৃষি নেটওয়ার্কের মাধ্যমে এই পরিবর্তনশীল প্রযুক্তি পৌঁছে দিতে কাজ করছে, যাতে এটি সেই সব মানুষের কাছে পৌঁছাতে পারে যেখানে কার্যকর, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব কৃষি সমাধানের প্রয়োজন সবচেয়ে বেশি। এদিকে, দ্রুত বর্ধনশীল ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক এবং বিভিন্ন খাতের বৈদ্যুতিকীকরণে দক্ষতা ব্যবহার করে, ক্যাসেটেক্স কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে।