দেশ বিদেশ
দৌলতপুরে র্যাব’র অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, রবিবারকুষ্টিয়ার দৌলতপুরে র্যাব’র অভিযানে মো. ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার (৫০) নামে এক ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে এবং ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামের নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
র্যাব সূত্র জানায়, গত ২৮শে সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলার সূত্র ধরে র্যাব গত শুক্রবার গভীর রাতে আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করে র্যাব।