দেশ বিদেশ
‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন পাবো এটা শতভাগ নিশ্চিত’
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, রবিবারআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত বলে জানিয়েছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও টকশো ব্যক্তিত্ব ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সরাইল- আশুগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। তারা আমাকে মনে-প্রাণে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি। এমপি থাকাকালে আমি এই এলাকার মানুষের জন্য সাধ্যমতো কাজ করেছি। গত শুক্রবার রাতে সরাইলের শাহবাজপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা উপরোল্লিখিত কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে ডেকে দলে নিয়েছেন। উনি আমাকে স্নেহ করেন। ভালোবাসেন। আমি কখনো উপজেলা জেলা কমিটি নিয়ে ভাবি না। দলটির এমনকি কেন্দ্রীয় কমিটি নিয়েও আমি মাথা ঘামায় না। আমার মাথায় সবসময় ঘুরপাক খায় কীভাবে বিএনপিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হাইলাইটস্ করা যাবে? দলটির ভিত্তি কীভাবে আরও মজবুত করা যাবে। দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীকে কীভাবে আরও ঐক্যবদ্ধ ও চাঙ্গা করা যাবে। যেসকল নেতাকর্মী হামলা-মামলা শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে কীভাবে তাদের সহযোগিতা করা যাবে? আওয়ামী লীগের অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা অরাজকতা খুন, গুম, অত্যাচার নির্যাতন বিষয়গুলো দেশ ও জাতীর সামনে প্রমাণসহ তুলে ধরা। এ ছাড়া আমার প্রয়াত পিতা ভাষা সৈনিক অলি আহাদ এখান থেকে সংসদ নির্বাচন করেছিলেন। তাই এই আসন থেকে আমিও নির্বাচন করতে চাই। বাবাকে তো ফেল করানো হয়েছিল ভোটের বাক্স চুরি করে ঢাকায় নিয়ে। ইনশাআল্লাহ্ আগামী নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কারণ এখন তো ফ্যাসিস্টরা নেই। দিনের ভোট রাতে হবে না।
আমার ভোটের বাক্স চুরি করার সুযোগও থাকবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো।
তবে সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, সরাইল আশুগঞ্জ অনেক পূর্ব থেকেই বিএনপি তথা জিয়াউর রহমানের ঘাঁটি। বর্তমান পরিস্থিতিতে ধানের শীষ প্রতীকটি দল যাকেই দেন তিনি আল্লাহ চাহেতো এই আসন থেকে ভালোভাবেই সফল হবেন। কৃষক দলের আহ্বায়ক মো. মশিউর রহমান বলেন, শুধু রুমিন ফারহানা কেন? আরও ৪-৫ জন মনোনয়ন চাইছেন। যিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন আমরা উনার নির্বাচনই করবো। সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, এখন মাঠে অনেক প্রার্থী আছে। তবে উনি ভালো করবেন কিনা যাচাই না করে এই মুহূর্তে বলা যাবে না। বিএনপি একটা সুচ্ছৃঙ্খল দল। অন্তত সরাইলের বিষয়টা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মতামত না নিয়ে নিশ্চিত বলতে পারছি না। তবে যাকে ধানের শীষ প্রতীক দিবে আমরা তার নির্বাচনই করবো। প্রসঙ্গত: দ্বাদশ সংসদ নির্বাচনে রুমিন ফারহানা সংরক্ষিত আসনের মহিলা এমপি নির্বাচিত হয়েছিলেন। সেই সময়ে তিনি সরাইল-আশুগঞ্জ এলাকায় রাস্তাঘাট, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। সরকারবিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য নানা প্রতিকূল পরিস্থিতি ডিঙ্গিয়ে সভা সেমিনার করেছেন।