ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

অধিনায়কের সঙ্গে তর্কের পর মাঠ ছেড়ে আলোচনায় জোসেফ

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার

অধিনায়কের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাঠ ছেড়ে গেছেন ক্রিকেটার, এমন দৃশ্য শেষ কবে দেখা গেছে বলা মুশকিল। তবে এবার এমন ঘটনায় ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে। বুধবার বারবাডোসে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপের প্রতি ক্ষোভ দেখিয়ে মাঠ ছেড়ে চলে যান পেসার আলজারি জোসেফ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ জিতে সিরিজ কুড়ালেও খবরের শিরোনাম হয় জোসেফের ঘটনা। সিরিজের শেষ ওয়ানডেতে কিং-কার্টির জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ তারা জিতে নেয় ২-১ ব্যবধানে। ৫০ ওভারে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ২৬৩ রান। স্বাগতিকরা ম্যাচ শেষ করে ফেলে ৪২ বল বাকি রেখেই। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের রান তখন ৩ ওভারে ১ উইকেটে ১০। ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করছিলেন জোসেফ। এ সময় অধিনায়ক হোপের ফিল্ডার সাজানো নিয়ে সন্তুষ্ট হতে পারছিলেন না। ইশারায় কিছু একটা দেখানও তিনি। একপর্যায়ে অধিনায়কের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাকে। বেশ লম্বা সময় হোপের সঙ্গে কথা বলতে দেখা যায় জোসেফকে। আম্পায়ার এসে এক পর্যায়ে তাড়া 
দিতে বাধ্য হন।  জোসেফ একপর্যায়ে আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করেন। একই ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সকে আউট করেন জোসেফ। ঘণ্টায় ১৪৮ কিলোমিটারের চেয়ে বেশি গতির শর্ট বল কক্সের বল গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটকিপার হোপের হাতে। তবে উইকেট পেলেও কোনো উদযাপন করেননি। এরপর ওভার শেষ হতেই কাউকে কিছু না বলেই মাঠ ছেড়ে বের হয়ে যান জোসেফ।  ধারাভাষ্যকারেরা তখন বলাবলি করছেন, একজন ক্রিকেটারের তো মাঠে অধিনায়ককে সম্মান করার কথা। জোসেফ অবশ্য এক ওভার পরই মাঠে ফেরেন। প্রথম ২ ওভারে ২ রান দেয়া এই পেসারকে আবার বোলিংয়ে আনা হয় ইনিংসের ১২তম ওভারে। ম্যাচে ১০ ওভার বল করে ৪৫ রান দিয়েছেন তিনি, নিয়েছেন ২ উইকেট।
ম্যাচ শেষে অধিনায়ক হোপ জোসেপের এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি, ‘মন্তব্য করতে চাই না। খেলায় এমনটা হতেই পারে।’ তবে এই ঘটনায় জোসেফের ওপর ক্ষুব্ধ কোচ স্যামি।
টক স্পোর্টসের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকবো। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status