রাজনীতি
পোশাক শিল্পের ওপর অতি নির্ভরশীলতা অর্থনীতির জন্য হুমকি: খসরু
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৮:২৫ অপরাহ্ন
পোশাক শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বনানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, গার্মেন্টসের পাশাপাশি আইটি খাতে উন্নয়ন করতে হবে। আউটসোর্সিংয়ের জন্য তরুণ প্রজš§কে আগ্রহী করা এবং বাধাবিপত্তি কমিয়ে আনতে হবে। তরুণ প্রজš§ বাক্কো’র সঙ্গে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। দেশের নতুন নতুন সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু গামেন্টর্স খাত নির্ভর হলে হবে না।
তিনি বলেন, অর্থায়ানের মাধ্যমে তরুণ প্রজš§কে আগ্রহী করতে হবে। তাদের লেনদেনের সুবিধা দিতে হবে। দেশে সিরিয়াল লিভারেশন দরকার। বাধাবিপত্তি কমিয়ে আনতে বাক্যকে সহায়তা করতে হবে সরকারের।
এসময় উপস্থিত ছিলেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, বাক্কোর নেতা আব্দুল কাদের, জায়েদ উদ্দিন আহমেদ, মেহেদি হাসান জুলফিকার, সায়মা শওকত প্রমুখ।
ক্ষমতায় ছিলেন দুই টার্ম। নতুন কোন দিগন্ত উম্মোচন করতে দেখলাম কই?