খেলা
ডার্বি জিতেও দলের ওপর বিরক্ত বার্সেলোনা কোচ
স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবারম্যাচের শুরুর আধা ঘণ্টায় ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। মনে হচ্ছিল এস্পানিওলকে বিধ্বস্ত করে দেবে তারা। কিন্তু এরপর আর পুরো ম্যাচে গোল পায়নি বার্সা। দ্বিতীয়ার্ধে কেমন যেন মিইয়ে গেল। ম্যাচ জিতলেও দ্বিতীয়ার্ধের পারফর্মেন্স নিয়ে শিষ্যদের ওপর বিরক্ত হ্যান্সি ফ্লিক।
স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দেড় মাস পর শুরুর একাদশে ফিরে দানি ওলমো গোল করেন দুটি। আর একটি গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক রাফিনহা। এস্পানিওলের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন জাভি পুয়াডো। প্রথমার্ধে বার্সেলোনা পুরো দাপট দেখালেও কিন্তু বিরতির পর দুই দলের চেহারা পাল্টে যায়। সুযোগ পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এস্পানিওল। শেষ পর্যন্ত ফেরার চেষ্টায় তারা সফল হয়নি। যদিও কাতালান ডার্বি জিতে টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা, তবে তাতে খুশি নন ফ্লিক। ১২ ম্যাচের ১১টিতেই জিতে বার্সেলোনার পয়েন্ট এখন ৩৩। ৪০ গোল তারা করে ফেলেছে এর মধ্যেই। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে পেছনে আছে ৯ পয়েন্টে। ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘ডার্বি ম্যাচ সবসময়ই কঠিন। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, তবে দ্বিতীয়ার্ধে ভালো করতে পারিনি, যতটা আমাদের করার কথা। অনেক বল আমরা হারিয়েছি, মনোযোগ হারিয়েছি, তাড়না ছিল না ততটা এবং অনেক ভুল করেছি।
এসব কারণেই এস্পানিওল একটি গোল শোধ করে দিতে পেরেছে। এখানে উন্নতি করতে হবে আমাদের।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘হাই লাইন’ রক্ষণভাগ সাজিয়ে প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলার কৌশলে সফল হয় বার্সেলোনা। এদিনও তাদের একই কৌশল নিতে দেখা যায়। আর তাতে আবারও সফল হয় তারা। কৌশলটি ঝুঁকির মানলে আপাতত পরিকল্পনা থেকে সরতে চান না ফ্লিক, ‘এটা (ঝুঁকি) আমাদের খেলার ধরনেরই অংশ। এভাবেই আমরা খেলি।’
আগামীকাল চ্যাম্পিয়নস লীগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামবে বার্সা। এস্পানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে যে ভুলগুলো করেছে দল, এই ম্যাচে সেগুলোর পুনরাবৃত্তি দেখতে চান না ফ্লিক। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো করতে পারিনি। তবে দলকে বলেছি যে, এরকম মাঝেমধ্যে হতে পারে। এই পারফরম্যান্সও আজকে মেনে নিচ্ছি, কারণ শেষ পর্যন্ত দল জিতেছে এবং লিগে এখনও পর্যন্ত ছেলেরা দারুণ করে চলেছে। তবে বুধবার অবশ্যই আরও ভালো করতে হবে আমাদের।’