খেলা
ভিসা জটিলতায় দেশে আটকা নাসুম ও নাহিদ
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৪ নভেম্বর ২০২৪, সোমবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৩ অপরাহ্ন
আগামী ৬ই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দল এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ।
এই সিরিজ দিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরার কথা নাসুমের। বগুড়ায় জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ম্যাচ খেলছিলেন তিনি। দল ঘোষণার রাতেই বগুড়া থেকে ফেরেন ঢাকায়। আর নাহিদ রানা এবারই প্রথম ডাক পেয়েছেন ওয়ানডে সংস্করণে। দুজনই আছেন বিসিবির একাডেমি ভবনে।
এখন পর্যন্ত নাসুম ও রানা ভিসা পাননি। তবে একটি সূত্র জানিয়েছেন, আজকের ভিতরই ভিসা জটিলতা কেটে যেতে পারে। ভিসা হাতে পেলেই দুজনে উঠবেন আমিরাতের বিমানে।
নাসুমকে আমার কাছে কোয়ালিটি সম্পন্ন মনে হয় যেমন মনে হয় তাইজুলকে। সাকিবের মতো বালছাল প্লেয়ার না খেলিয়ে এদের খেলার সুযোগ করে দেয়া অনেক দরকার।
আমার ভাষ্য নাসুমকে যেই ভাবে হউক ভিসার জটিলতা শেষ করে খেলায় অংশ করার সুযোগ দেওয়া হউক। আমার মনে হয় সে এইবার ভালো করবে।