বাংলারজমিন
মঠবাড়িয়ায় গভীর রাতে ঘরে আগুনে দিয়ে হত্যার চেষ্টা, মামলা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
৩ নভেম্বর ২০২৪, রবিবারপিরোজপুরের মঠবাড়িয়ায় গভীর রাতে একটি ঘরে আগুন দিয়ে পুরো পরিবারকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঠবাড়িয়ায় পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম ফকির (৫০) গত ২৯শে অক্টোবর ৯ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তিনি ওই এলাকার মৃত ইসমাইল ফকিরের ছেলে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। থানা পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আসামিরা হলোÑ পৌরসভা ১নং ওয়ার্ডের আ. সত্তার বেপারীর ছেলে মো. সেকান্দার বেপারী (৪৫), মনু বেপারী (৫৫), রত্তন বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৫), মৃত, ছাদের আলী বেপারীর ছেলে রত্তন বেপারী (৫৫), সত্তার বেপারীর ছেলে লিটন বেপারী (৩০), চাঁন মিয়া বেপারীর ছেলে সিদ্দিক বেপারী (৪০), ইউনুচ মিয়ার ছেলে, সিদ্দিক মিয়া (৪০), ইদ্রিস মিয়া (৩৫), মো. মোতাহার আলীর ছেলে মো. মোতালেব হাং (৫৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া দক্ষিণ মিঠাখালী মৌজার বসতঘর নির্মাণ করে বহু বছর ধরে ইব্রাহীম পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ওই সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য প্রতিবেশী সেকান্দার বেপারী গং দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালিয়ে আসছিল। গত ৫ই আগস্ট সরকার পতনের দিবাগত গভীর রাতে, সন্ত্রাসীরা প্রথমে ঘরের দরজা ভেঙে ঘরে উঠে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে ঘরের দরজা বাইরে থেকে আটকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইব্রাহীমের পরিবার প্রাণে বাঁচার জন্য বেড়া ভেঙে বাইরে বেড়িয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় তারা ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে অস্ত্রহাতে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীদের কারণে আগুন নেভাতে পারেনি। যে কারণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ভুক্তভোগী আরও জানান, খবর পেয়ে গত ৬ই আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম আমার বাড়িতে আসেন এবং ঢেউটিন ও ৫ হাজার টাকা দেন। এ ছাড়াও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার রণজিৎ ঘটনাস্থল পরিদর্শনের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।