ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

এনটিএমসি’র সোর্স কোড গায়েব!

মরিয়ম চম্পা
২ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর পাসওয়ার্ড (সোর্স  কোড) নষ্ট করে দিয়েছে এনটিএমসি’র সাবেক মহাপরিচালক (ডিজি) জিয়াউল আহসান। এ ছাড়া বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাতো ন্যাশনাল এনটিএমসি। পাসওয়ার্ড বা সোর্স কোড উদ্ধার করতে না পারায় বর্তমানে এনটিএমসিতে কর্মরত একাধিক সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলোর কাছ থেকে গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড (পিসিআর) সংগ্রহ করে কাজ চালাচ্ছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সূত্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন এনটিএমসি কার্যালয় অবস্থিত। গত ৬ই আগস্ট চাকরিচ্যুত করা হয় এনটিএমসি’র ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসানকে। গ্রেপ্তারের আগে অনেকটা সময় পর্যন্ত এনটিএমসি পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এনটিএমসি সূত্র জানায়, গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এনটিএমসিতে রীতিমতো ধ্বংসযোগ্য চালিয়েছেন জিয়াউল। সোর্স কোড নষ্ট করার পাশাপাশি অপারেটরের হার্ডওয়ার কাঠামো ব্যতীত গুরুত্বপূর্ণ সফটওয়্যার নষ্ট করে ফেলা হয়েছে। যাতে করে বিগত সরকারের আমলের অপকর্মের গুরুত্বপূর্ণ কোনো তথ্য ফাঁস না হয়। 

সূত্র জানায়, রিমান্ডে জিয়াউল আহসানকে একাধিক গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, এনটিএমসি’র মাস্টারমাইন্ড জিয়াউল আহসানের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা, সেনা কর্মকর্তারা তার কাছে ছিল জিম্মি। কথায় কথায় তাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক ফোনালাপ ফাঁস করার হুমকি দিয়ে নানা ভাবে সুবিধা আদায় করতেন। গোয়েন্দা সূত্র জানায়, এনটিএমসিতে টাস্কফোর্স হিসেবে ডেপুটেশনে থাকা বিভিন্ন সংস্থায় কর্মরত নির্দিষ্ট সংখ্যক নিজস্ব কর্মকর্তার সমন্বয়ে এনটিএমসি পরিচালিত হয়। গোয়েন্দা হেফাজতে থাকাকালীন দফায় দফায় মেজর জিয়াউল আহসানকে এনটিএমসি’র (পাসওয়ার্ড) সোর্স কোড সম্পর্কে জানতে চাইলে তিনি, মনে নেই, ভুলে  গেছি, হারিয়ে গেছেসহ একেক সময় একেক বক্তব্য প্রদান করেছেন। এদিকে সরকার পতনের আগে এবং পরে যতটুকু সময় পেয়েছেন এই সময়ের মধ্যে জিয়াউল আহসান গুরুত্বপূর্ণ ড্যাটাবেজ নষ্টসহ তার মিশন সম্পন্ন করেন। এনটিএমসিতে কর্মরত এক সূত্র জানায়, মূল সোর্স কোড না থাকায় তারা বিভিন্ন সিম কোম্পানির কাছ থেকে গুরুত্বপূর্ণ পিসিআর সংগ্রহ করে কাজ চালাচ্ছেন। এতে করে সময় বেশি লাগছে। এ ছাড়া সিম কোম্পানিগুলো অনেক সময় তাদের সহযোগিতা করছেন না। সোর্স কোড না থাকায় বর্তমানে, এনটিএমসিতে কর্মরত সদস্যদের পৃথক পৃথকভাবে তথ্য সংগ্রহ করতে হচ্ছে। 

এর আগে সকল বাহিনীর সমন্বিত ড্যাটাবেজ একসঙ্গে করে কাজ করার সুযোগ ছিল। এখন সেটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। গোয়েন্দা সূত্র জানায়, সোর্স কোড নষ্ট করে  ফেলায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য বাইরের দেশের লোকদের হাতে চলে যেতে পারে। এতে দেশের সাধারণ নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এদিকে অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িত সাইলেন্ট কিলার জিয়াউল আহসানের মোবাইল ফোনে অনেক অপকর্মের তথ্য থাকলেও তাকে গ্রেপ্তারের সময় তার মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি গোয়েন্দা সংস্থা। মহানগর  গোয়েন্দা পুলিশ  মানবজমিনকে জানায়, জিয়াউল আহসানকে আরেক দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে বন্দি সংখ্যা অনেক বেশি। তিনটি কক্ষের সবগুলোই আসামিতে পূর্ণ। পর্যাপ্ত স্থান না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তাকে রিমান্ডে আনতে আদালত বরাবর আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে তাকে পুনরায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ বিষয়ে জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি অনুবিভাগ) নাসির-উদ-দৌলা ও যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব, এনটিএমসি অধিশাখা) মোহা. আলমগীর হোসেনকে ফোন দিলে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত

We may take help foreign experts.

Sohel
২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ১১:৫৮ পূর্বাহ্ন

তাকে তৎক্ষণাৎ কেন এনটিএমসি থেকে সরানো হয় নাই এ নিয়ে তদন্ত হওয়া উচিত।

সোহেল
৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫২ পূর্বাহ্ন

বিড়াল তো গাছে চড়া জিনিষ নয়,গাছে চড়াতে হয়!

mmohibbullah123@gmai
৩ নভেম্বর ২০২৪, রবিবার, ৬:৪২ পূর্বাহ্ন

ভালোভাবে রিমান্ড নিলে সব দিবে

সৈয়দ
২ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:০৩ অপরাহ্ন

নতুন রিক্রুট করা তরুণ পুলিশ সদস্যের হাতে তাকে তুলে দিলে সব তথ্য বের হয়ে আসবে।

Palash
২ নভেম্বর ২০২৪, শনিবার, ২:৫৪ অপরাহ্ন

ঠিকমত জিজ্ঞাসাবাদ করতে পারলে এবং যথাযথ গোয়েন্দা কৌশল অবলম্বন করলে অবশ্যই তথ্য বের করা যাবে।

এম,এইচ, বারী
২ নভেম্বর ২০২৪, শনিবার, ১:০৪ অপরাহ্ন

কি পদ্ধতিতে কথা বের করতে হয় সেটা কি সংশ্লিষ্টদের জানা নেই ? এটা কোনো কথাই না। উদ্ধার করতে হবে অবশ্যই।

Ratan
২ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:২৬ অপরাহ্ন

এসব স্পর্শকাতর বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ নেয়ার ব্যর্থতা ক্ষমার অযোগ্য।

বীর বাংগালী
২ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৩৬ পূর্বাহ্ন

সবই যখন হারিয়ে গেছে সেও হারিয়ে যাক ।

Kazi
২ নভেম্বর ২০২৪, শনিবার, ৮:১৩ পূর্বাহ্ন

Calprits

Rafique shikder
২ নভেম্বর ২০২৪, শনিবার, ২:৩৯ পূর্বাহ্ন

বিড়াল তো গাছে চড়া জিনিষ নয়,গাছে চড়াতে হয়!

মোঃ আবদুল কাইয়ুম
২ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:১৭ পূর্বাহ্ন

পাসওয়ার্ড এবং সোর্সকোড তো এক জিনিস নয়।

রবিন
২ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:০৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status