বাংলারজমিন
বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে মদ-গাঁজা উদ্ধার
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
২ নভেম্বর ২০২৪, শনিবারহবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর নিয়মিত টহল পরিচালনার সময় ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম তামিমের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার ১নং ভাকৈর ইউনিয়নের বাউসি গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনার সঙ্গে জড়িত শ্রী মনমহন দাস নামে একজনকে আটক করা হয়। এদিকে একইদিন ওয়ারেন্ট অফিসার মো. হারুন অর রশিদের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণপাড়া ঈদগাহ্ (কুড়ি টিলা) পৃথক আরেকটি অভিযান চালিয়ে শুকনা এক কেজি ১০০ গ্রাম এবং কাঁচা এক কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জড়িত মো. মিজানুর রহমান ও সাজনা খাতুন নামে ২ জনকে আটক করা হয়। আটককৃতদের নিয়মিত মামলা রুজু করে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি সকালে বানিয়াচং সেনা ক্যাম্পে সাংবাদিকদের অবহিত করেছেন ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম তামিম। সেনাবাহিনীর নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।